ব্যারাকপুরের রাজনীতিতে এখন পুতিনের দেশের বিষ উঠে এসেছে। বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই তত্ত্ব রাজনীতির ময়দানে নিয়ে এসেছেন। আর আজ, মঙ্গলবার পাল্টা বিহারের গ্যাং দিয়ে খুনের আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক। রাশিয়ান বিষ প্রয়োগ করে তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে কদিন আগেই দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। এবার তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যামের খুনের আশ🅺ঙ্কা করলেন সাংসদ পার্থ ভৌমিক। আর তাতে বিহারের গ্য𓆏াংয়ের তত্ত্ব তুলে ধরলেন পার্থবাবু।
ভবানীভবনে সিআইডি তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদের সময় ‘রাশিয়ান বিষ’ প্রয়োগ করে থাকতে পারে বলে হাসপাতালে চেকআপ করতে ছুটেছিলেন অর্জুন সিং। আর আজ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ করেন, বিহার থেকে লোক ভাড়া করে এনে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের চেষ্টা করছেন ꩲঅর্জুন সিং। আর এই বিষয়ে বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘অর্জুন সিং ছাড়া আমার কোনও শত্রু নেই। আমাকে নিয়ে প্রাক্তন সাংসদের অসুবিধা হচ্ছে। তাই পথের কাঁটা সরিয়ে দিতে তিনি চাইছেন। তবে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি না। পিছুও আমি হটব না।’
আরও পড়ুন: করিমগঞ্জ জেলার নাম বদল করল অসম সরকার, কবিগুরুকে শ্রদ্ধা জানাতে হল ‘শ্রীভূমি’
এবার ব্যারাকপুরের মাটিতে দাংড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক দাবি করেন, সোমনাথ শ্যামকে খুন করার চেষ্টা করা হচ্ছে। বিহার থেকে গ্যাং এনে খুনের চক্রান্ত করা হচ্ছে। তাঁর বিস্ফোরক বক্তব্য, ‘যদি সোমনাথ শ্যাম খুন হন তাহলে দায়ী থাকবেন একমাত্র অর্জুন সিং।’ এই কথার প্রেক্ষিতে পাল্টা অর্জুন সিং বলেছেন, ‘সোমনাথকে মারত🅠ে আমার দরকার হবে না। সময় এলে জগদ্দলের মানুষই ওঁকে মারবেন। মুখ্যমন্ত্রী ওদের, পুলিশ ওদের, তাহলে বিহারের গ্যাং ধরছে না কেন?’