টাকা বা সোনা নয়, এসির রিমোট, চাবি চুরির ꧒চেষ্টা, তাও আবার একটি হোটেল থেকে। আর তাতে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন হোটেল মালিক ও কর্মী। মালিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ওই হোটেল মালিক আবার ক্যানসার আক্রান্ত। এমনই ঘটনা ঘটেছে তারাপীঠের একটি হোটেলে। এই ঘটনায় ভিন রাজ্যের পꦚর্যটকদের বিরুদ্ধে চুরির চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে পুলিশ দু’জনকে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: চুরি যাওয়া ফোনের IMEI নম্বর বদলে ফেলছে চালাক চোরের🌼 দল, জেরা করতেই চোখ কপালে!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পর্যটকরা দিল্লি থেকে এসেছিল। সেখান থেকে প্রায় ৩৫ জন পর্যটকের একটি দল তারাপীঠের ওই হোটেলে ৭ꦚ টি ঘর ভাড়া নিয়েছিল। শনিবার রাতে তাদের হোটেল ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, তার আগেই দুপুরে তারা হোটেল ছেড়ে যায়। তখন হোটেলের কর্মচারী ঘরে গিয়ে দেখেন, চাবি এবং এসির রিমোট নেই। তাতে সন্দেহ হয় ওই পর্যটকদের উপর। তখন তাদের কাছ থেকে রিমোট এবং চাবি চান হোটেলের কর্মচারী রাধাবল্লভ মণ্ডল।
ঠিক কী ঘটেছে-
ঘটনাকে কেন্দ্র করে কর্মীর সঙ্গে পর্যটকদের বচসা বাঁধ♎ে। তখন তার উপর চড়াও হয় পর্যটকরা। এরপর হোটেলের মালিক দীপকুমার মণ্ডলকেও মারধর করা হয় বলে অভিযোগ। তখন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আশেপাশের হোটেলের মালিক এবং কর্মীরা সেখানে ছুটে আসেন। তবে লোকজন দেখে সেই স﷽ময় পর্যটকরা সেখান থেকে গলানোর চেষ্টা করে। তখন তাদের মধ্যে দুজনকে ধরে ফেলেন স্থানীয়রা।
ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। ওই দুজনের নাম হল- রণবীর সিং এবং বৈশ্য সিং। তারা দুজনে দিল্লির বাসিন্দা। এই ঘটনায় বাকিদের ধরার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই হোটেল থেকে পুলিশ সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। রিমোট ও চাবি চুরির চেষ্টার পাশাপাশি তারা অন্য কিছু চুরি করছিল কিনা অথবা তাদের চুরির পরিꦉকল্পনা ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। সেক্ষেত্রে তারা চাবি এবং রিমোট নিয়ে কেন চুরির চেষ্টা করল? সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য হোটেলের মালিকদের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার জানিয়েছেন, কী কারণে মারধর করা হল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি চুরির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিক﷽ে, তারাপীঠ লজ হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের কাছে কোনও অভিযোগ আসেনি। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।