ভোট পুজোয় কখনও নকুল দানা, কখনও গুরু বাতাসা, চড়াম চড়াম বা পাচন প্রভৃতি দাওয়াই দিয়েছিলেন বীরভূমের দাপটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার গ্রেফতারির পরেই এখন সিপিএম বিজেপি নকুলদানা, গুড় বাতাসা বিলি, চড়াম✅ চড়াম ঢাক বাজিয়ে জেলায় জেলায় উল্লাসে মেতে উঠেছে। এবার এর বিরুদ্🉐ধে গর্জে উঠলেন ইলামবাজারের তৃণমূল নেতা দুলাল রায়। তার হুংকার, ‘কেউ যদি ইলামবাজারে গুড় বাতাসা, নকুলদানা বিলি করে তাহলে তার পিঠের উপর চড়াম চড়াম ঢাক বাজবে। তৃণমূল নেতার এই হুংকারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।'
অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের প্꧟রতিবাদে গতকাল ইলাম🌌বাজারে একটি পথসভা করেন দুলাল রায়। এই ইলামবাজারের পশুহাট থেকে গরু পাচারের অভিযোগ উঠেছিল অনুব্রতর বিরুদ্ধে। সেই ইলামবাজারে প্রথমে মিছিল ও পরে পথসভা করে কার্যত বিরোধীদের হুমকি দিলেন দুলাল রায়। এর পাশাপাশি পথসভায় ইডি, সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ তুলেছেন দুলাল রায়। তিনি বলেন, ‘নার্ভাস হওয়ার কোনও কারণ নেই। ইলামবাজারে কেউ যদি গুড় বাতাসা, নকুলদানা বিলি করে তাহলে তার পিঠের উপর চড়াম চড়াম ঢাক বাজবে।' দুলাল রায়ের এই মন্তব্যের পরে তীꦑব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীরা।