বিধানসভা ভোটের মুখে সিপিএম ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। ভোটে জিতে ফের বিধায়কও হয়েছিলেন তিনি। শাসকদলে নাম লিখিয়েও ভালো নেই বসিরহাট দক্ষিণের বিধায়ক রফিকুল ইসলাম। এবার তাঁর সন্ধান চেয়ে তাঁর বাড়ির সামনেই পড়ল পোস্টার। হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের আগে বসিরহাটে ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল।সিপিএম থেকে তৃণমূলে যোগদানের পর গত বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে টিকিট পেয়েছিলেন রফিকুল ইসলাম। সেই রফিকুলের সন্ধান চেয়ে বসিরহাটে তাঁর বাড়ি ও পার্টি অফিসের কাছে পড়েছে পোস্টার। পোস্টার পড়েছে তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়ে গিয়েছে তা জানা যায়নি। তবে তৃণমূলের একাংশের দাবি, বিধায়ককে এলাকায় দেখা যায় না। তাই হয়তো স্থানীয় মানুষই এই পোস্টার লাগিয়েছেন।বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ বহুমুখী। গোটা বিধানসভা কেন্দ্রে কার্যত শাসকদলের একাধিপত্য। তাই যত নেতা তত গোষ্ঠী। আর তাদের মধ্যে এলাকা দখলের লড়াই লেগেই থাকে। হাড়োয়া বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সেই গোষ্ঠীদ্বন্দ মাথাচাড়া দিয়েছে। তাঁর বিরুদ্ধে পোস্টার পড়লেও রফিকুল ইসলামের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।