আর কয়েকঘণ্টা পেরলেই রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হবে। তার আগেই এবার তৃণমূল—বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল শীতলকুচি। ভোটের আগের দিন উত্তেজনা ছড়াল শীতলকুচি বিধানসভার উত্তর নলগ্রামে। শুক্রবার ওই এলাকায় দুই যুযুধান শিবিরের মধ্যে এলাকা দখল𝄹ের লড়াই নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। এই ঘটনার জেরে আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন কর্মী। সকলকে চিকিৎসার জন্য মাথাভাঙা মহাকুমা🔴র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপির দাবি, বেআইনিভဣাবে এদিন তৃণমূল এলাকায় প্রচার করছিল তার প্রতিবাদ করাতেই তাদের কর্মীদের ওপর হামলা করা হয়। এই ঘটনায় তাদের ৫ কর্মী আহত হয়েছে। অন্য দিকে, তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি এলাকায় প্রচার করছিল বাধা দেওয়াতে তাদের তিন কর্মীকে মারধর করেছে বিজেপি।
এদিন দুপুরে নলগ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রথমে বচসা শুরু হয়। তা থেকে হঠাৎই হাতাহাতি ও মারামারি শুরু হয়ে যায়। উভয়পক্ষের একাধিক মহিলা কর্মী ছাড়াও বেশ কয়েকজন সাধারণ কর্মী—সমর্থকও গুরুতরভ🅺াবে জখম হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার শীতলকুচিতেই দলের হয়ে নির্বাচনী সভা করতে এসে আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিনের এই ঘটনায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী আবু তালেব মিয়াঁ, সফিকুল মিয়াঁ, সুবল বর্মন। হাসপাতালের বিছানা থেকেই আবু তালেব মিয়াঁ বলেন, ‘আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সে সময় হঠাৎই বিজেপির লোকজন আমাদের উপর হামলা🎐 চালায়। আঘাতে গুরুতর হওয়ায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হই।’
অন্য দিকে বিজেপির অভিযোগ, এই ঘটনার পরই তৃণমূল কর্মীরা বিজেপির কর্মীদের উপর পাল্টা আক্রমণ করে। এই ঘটনায় বিজেপির চার আহত ক🌃র্মী অধীর রায়, অমিতা বর্মন, ভারতি বর্মন ও বাপি বর্মনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিজেপি কর্মী অধীর রায়ের মেয়ের অভিযোগ, তৃণমূল কর্মীরা আমাদের উপর আক্রমণ করেছে। ধারাল অস্ত্র দিয়ে আমাদের ওপর আক্রমণ করা হয়। গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সকলেই।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ।
শনিবার কোচবিহার জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে ভে💯াটগ্রহণ। তার আগের দিন এই হিংসার ঘটনায় আধাসেনা বাহিনীর মোতায়েন নিয়েও প্রশ্ন উঠেছে। কোচবিহার জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও আধা সেনা বাহিনী এসে পৌঁছলেও তাদের মোতায়েন ঘিরে এলাকাবাসীদের অভিযোগ রয়েছে। জেলার সমস্ত ব্লকে সমপরিমাণ বাহিনী মোতায়েন হয়নি বলেই তাঁদের অভিযোগ। যদিও এই বিষয়ে কমিশনের জেলা আধিকারিকের কোনও মন্তব্য পাওয়া যায়নি। কোচবিহারের নয়টি আসনে ভোট হবে, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জে।
প্রসঙ্গত, গত বুধবার থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের শ꧋ীতলকুচি। ওইদিন কোচবিহারের শীতলকুচিতে প্রচার সেরে ফেরার পথඣে হামলার মুখে পড়েন দিলীপ ঘোষ৷ হামলার হাত থেকে বাঁচতে গাড়িতে হেলমেট পরে বসে থাকতে দেখা যায় দিলীপ ঘোষকে। ঘটনার পরই শীতলকুচিজুড়ে শুরু হয়েছিল ধরপাকড়। কনভয়ে হামলা-বোমাবাজি-সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের অবশ্য রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।