আজ, ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কিন্তু আজকের দিনেও বিবর্ণ থাকছে বিশ্বভারতী। কারণ এখানে বাতিল করা হয়েছে রবীন্দ্রজয়ন্তীর মূল দু’টি অনুষ্ঠান। আজ, মঙ্গলবার সকাল ৯টায় পাঠভবনের মাধবী বিতানে জন্মোৎসব পালন অনুষ্ঠান করার কথা ছিল꧒। আর সন্ধ্যা ৭টায় গৌরপ্রাঙ্গণে শিক্ষাসত্রের ছাত্র–ছাত্রীদের রবীন্দ্র নৃত্যনাট্য ‘শাপমোচন’ ꦦপরিবেশন করার কথা ছিল। কিন্তু হঠাৎই নোটিশ দিয়ে তা বাতিলের কথা জানিয়েছে ‘শান্তিনিকেতন কর্মিপরিষদ’। সুতরাং বিশ্বভারতী ক্যাম্পাসে কোনও অনুষ্ঠান হচ্ছে না।
এদিকে গত তিনদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে রবীন্দ্র ভবনের দরজা। ২৫ বৈশাখেও তা খুলছে না। সুতরাং বোঝা যাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবার নমনম করে রবীন্দ্রজয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বিশ্বভারতী কর্তৃপক্ষের সাফাই এখন খুব গরম। যদিও এই সাফাই অনেকের কাছে গ্রহণযোগ্য না হওয়꧋ায় তাঁদের মত, অমর্ত্য সেনের জমি বিতর্কের জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে নোবেলজয়ীর বাসভবন ‘প্রতীচী’র পাশে ধরনা জারি রেখেছে বিশ্বভারতী বাঁচাও কমিটি। ২৫ বৈশাখেও সেই ধরনা চলবে। তাই 🐲অস্বস্তি ঢাকতে অনুষ্ঠান বাতিলের পথে হাঁটল বিশ্বভারতী কর্তৃপক্ষের।
অন্যদিকে প্রত্যেক বছর ২৫ বৈশাখ বড় অনুষ্ঠান করജে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গত ৪ মে একটি সূচি প্রকাশ করেছিল ‘শান্তিনিকেতন কর্মিমণ্ডলী’। সেখানে তারা জানিয়েছিল, মঙ্গলবার ভোর ৫টায় গৌরপ্রাঙ্গণে বৈতালিক, সাড়ে ৫টায় উদয়নগৃহে কবিকণ্ঠ, সকাল ৭টায় উপাসনা গৃহে বিশেষ উপাসনা হবে। আর সকাল ৮টা ৪৫ মিনিটে উদয়ন গৃহে রবীন্দ্র স্মৃতিবিজড়িত চেয়ারে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবে বিশ্বভারতী পরিবারꦛ। এরপর ছিল আরও দু’টি অনুষ্ঠান। সেগুলিও বাতিল করা হয়েছে। এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় ব💮লেন, ‘তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছেছে। পড়ুয়ারা যাতে গরমের কারণে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য মূল দু’টি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’