উত্তর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে গত এই কয়েকদিনে। তবে নিম্নমুখী তাপমাত্রার তালিকায় শীর্ষে উত্তর নয়, বরং আছে পশ্চিম! যেখানে গতকাল আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, গতকাল বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, এদিকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। (আরও পড়ুন: জাঁকিয়ে শীত বঙ্গে, ক🎀াঁপ🐈ছে কলকাতাও, তবে শীঘ্রই আবহাওয়া বদলে নামবে বৃষ্টি)
আরও পড়ুন: সোমের মকরস্নানের আগ♔েই ভিড় উপচে পড়ল গঙ্গাসাগরে, প্রকাশ্যে পুণ্যার্থীদের সংখ্যা
এদিকে গতকাল কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শিলিগুড়িতে গতকাল সর্বনিম্ন তামাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে পুরুলিয়াতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। অর্থাৎ, পুরুলিয়ায় শৈত্যপ্রবাহ ছিল। এদিকে দার্জিলিঙে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এদিকে গতকাল শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি স✅েলসিয়াস। শান্তিনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের কোচবিহারে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি ছিল - ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং মালদার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডি𒈔গ্রি সেলসিয়াস। এছাড়া মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল। এদিকে দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের সর্নবিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। এদিকে আজ তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি স🌌েলসিয়াসের কাছাকাছি, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে।
এদিকে হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, ১৫ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন পারদ ১৩ ডিগ্রির ঘরে থাকতে পারে। এরপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ১৬ তারিখ সর্বনিম্ন পারদ হবে ১৪ ডিগ্রি, ১৭ তারিখ সর্বনিম্ন পারদ ১৬ ডিগ্রি হতে প♈ারে এবং ১৮ তারিখ তা আরও কিছুটা বেড়ে ১৭ ডিগ্রির গণ্ডি পার করতে পারে। ১৯ জানুয়ারিও কলকাতার স✃র্বনিম্ন পারদ ১৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। ১৭ জানুয়ারি থেকে কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে। এদিকে এই ক'দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।