মাত্র একটা রাত- আর সেই রাতটা পেরোলেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। একেবারে সকাল-সকাল মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯ টায় শুরু হবে সাংবাদিক বৈঠক। আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। তবে নিজের ফলাফল জানার জন্য সকাল ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। কারণ সেইসময় থেকে ওয়েবসাইটে মাধ্যমিকের ফলা🐭ফল দেখা যাবে। তখন থেকে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -র পাশাপাশি ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে কীভাবে?
১) শুরুতেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় আসতে হবে। সেজন্য এখানে ক্লিক করুন - pbv88casino.cc
🍨২) হ♓োমপেজেই ‘পরীক্ষার রেজাল্ট’ রয়েছে। মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য তাতে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ চলে আসবে। সেখানে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের (এখন শুধুমাত্র রেজিস্টার করা যাবে) রেজাল্ট দেখার লিঙ্ক থাকবে। মা🦂ধ্যমিকের ফলাফল দেখতে '10th Board Results'-তে ক্লিক করতে হবে।
৪) নতুন যে পেজ খুলবে, তাতে রোল নম্বর এবং জཧন্মতারিখ দেওয়ার জায়গা থাকবে। সেখানে রোল নম্বর এবং জন্মতা🐟রিখ দিয়ে ‘Submit’ করতে হবে। তাহলেই স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখাবে।
মাধ্যমিকের রেজাল্ট দেখার টিপস: বৃহস্পতিবার সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে তো অনলাইনে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। আর একেবারে আগে রেজাল্ট দেখতে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় রেজিস্টার করে রাখতে পারবে পড়ুয়ারা। নিজের নাম, রোল নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে রাখলে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলেই অ্যালার্ট চলে যাবে ফোন এবং ইমেল আইডিতে। হিন্দুস্তান টাইমস বাংলায় রেজিস্টার করতে ক্লিক করুন এখানে – এখানে ক্লিক করুন।
শেষ ৩৮ বছরে মাধ্যমিক পরীক্ষার পাশের হার- রইল পুরো তালিকা
১) ১৯৮৬ সালে পাশের হার: ৫৪.৭৮ শতাংশ।
২) ১৯৮৭ সালে পাশের হার: ৫৮.০২ শতাংশ।
৩) ১৯৮৮ সালে পাশের হার: ৫০ শতাংশ।
৪) ১৯৮৯ সালে পাশের হার: ৭০.২৩ শতাংশ।
৫) ১৯৯০ সালে পাশের হার: ৫৫.৫৭ শতাংশ।
৬) ১৯৯১ সালে পাশের হার: ৫৯.৩৯ শতাংশ।
৭) ১৯৯২ সালে পাশের হার: ৬৯.৩৬ শতাংশ।
৮) ১৯৯৩ সালে পাশের হার: ৬৩.৬৬ শতাংশ।
৯) ১৯৯৪ সালে পাশের হার: ৬৫.৫৪ শতাংশ।
১০) ১৯৯৫ সালে পাশের হার: ৬৭.৭৫ শতাংশ।
১১) ১৯৯৬ সালে পাশের হার: ৬৫.৩৩ শতাংশ।
১২) ১৯৯৭ সালে পাশের হার: ৬৪.১৫ শতাংশ।
১৩) ১৯৯৮ সালে পাশের হার: ৬৯.৭৪৭ শতাংশ।
১৪) ১৯৯৯ সালে পাশের হার: ৬৮.৯৪ শতাংশ।
১৫) ২০০০ সালে পাশের হার: ৭০.৪৫ শতাংশ।
১৬) ২০০১ সালে পাশের হার: ৭০.২৩ শতাংশ।
১৭) ২০০২ সালে পাশের হার: ৭০.১৯ শতাংশ।
১৮) ২০০৩ সালে পাশের হার: ৭০.৪৫ শতাংশ।
১৯) ২০০৪ সালে পাশের হার: ৭১.৬১ শতাংশ।
২০) ২০০৫ সালে পাশের হার: ৭০.৫১ শতাংশ।
২১) ২০০৬ সালে পাশের হার: ৬৪.৯৫ শতাংশ।
২২) ২০০৭ সালে পাশের হার: ৭৪.৫৭ শতাংশ।
২৩) ২০০৮ সালে পাশের হার: ৭২.৪৬ শতাংশ।
২৪) ২০০৯ সালে পাশের হার: ৮১.৭৪ শতাংশ।
২৫) ২০১০ সালে পাশের হার: ৮১.৭৮ শতাংশ।
২৬) ২০১১ সালে পাশের হার: ৮০.৫৭ শতাংশ।
২৭) ২০১২ সালে পাশের হার: ৮১.০৬ শতাংশ।
২৮) ২০১৩ সালে পাশের হার: ৮১.৮১ শতাংশ।
২৯) ২০১৪ সালে পাশের হার: ৮২.২৪ শতাংশ।
৩০) ২০১৫ সালে পাশের হার: ৮২.৬৬ শতাংশ।
৩১) ২০১৬ সালে পাশের হার: ৮৫.৭৪ শতাংশ।
৩২) ২০১৭ সালে পাশের হার: ৮৫.৬৫ শতাংশ।
৩৩) ২০১৮ সালে পাশের হার: ৮৫.৪৯ শতাংশ।
৩৪) ২০১৯ সালে পাশের হার: ৮৬.০৭ শতাংশ।
৩৫) ২০২০ সালে পাশের হার: ৮৬.৩৪ শতাংশ।
৩৬) ২০২১ সালে পাশের হার: ১০০ শতাংশ।
৩৭) ২০২২ সালে পাশের হার: ৮৬.৬ শতাংশ।
৩৮) ২০২৩ সালে পাশের হার: ৮৬.১৫ শতাংশ।