এতদিন টেস্ট খেলছিল। মেঘ কাটতেই ঝোড়ো ব্যাটিং শুরু হল শীতের। দু'দিনে কলকাতার তাপমাত্রা চার ডিগ্রির মতো কমে গেল। তার ফলে চলতি মরশুমের শীতলতম দিনের তকমা পেল মঙ্গলবার। সেইসঙ্গে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বಌিভিন্ন জেলায় নেমেছে পারদ।
মঙ্গলবার আল💝িপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ায় ভর করে সোমবার কলকাতার তাপমাত্রা একধাক্কায় তিন ডিগ্রি কমেছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও নেমেছে পারদ। কয়েকটি জেলায় পারদ ১২ ডিগ্রির আশপাশে আছে। তার জেরে ভ🌟ালোমতোই অনুভূত হচ্ছে শীত। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তার জেরে বাধাহীনভাবে উত্তুরে হাওয়া ঢুকবে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে। সেই উত্তুরে হাওয়ার উপর ভর করে আগামী তিন-চারদিন থাকবে শীতের আমেজ। সেইসময় অবশ্য তাপমাত্রা বেশি নামবে না। পরে অবশ্য পারদ আরও নামতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ ম🔜ালুম হবে। আগামী দুই থেকে তিনদিনে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে। তারপর তেমন হেরফের হবে না তাপমাত্রার। থিতু হবে শীত। তারইমধ্যে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পঙের মতো পার্বত্য এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা কেটে বেলা বাড়লে দেখা মিলবে সূর্যের। তার ফলে জমিয়ে শীতের আমেজ মিলবে।