আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারদ তেমন কমেনি।আলিপুর আবহাওয়া দফতর: মঙ্গলবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার একাংশে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলার একাংশে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।আলিপুর আবহাওয়া দফতর: পশ্চিমী ঝঞ্ঝার কেটে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না।আলিপুর আবহাওয়া দফতর: দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় তেমন হেরফের হবে না। পরবর্তী তিনদিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে।আলিপুর আবহাওয়া দফতর: মঙ্গলবার উত্তরবঙ্গের আটটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।আলিপুর আবহাওয়া দফতর: আগামিকালও (বুধবার) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।হাওয়া অফিস: আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। পরবর্তী তিনদিনে হিমালয়ের পাদদেশীয় এলাকায় রাতের পারদ দুই থেকে তিন ডিগ্রি নামবে।