সম্পত্তি লিখে দিয়ে রাজি না হওয়ায় শাশুড়িকে খুনের অভিযোগ বউমার বিরুদ্ধে। স্ত্রীকে দেহ লোপাট করতে স🅰হযোগিতা করায় অভিযুক্ত বৃদ্ধার ছেলে। শনিবার𓂃 দেহ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে পুলিশে খবর দেয় ছেলে নিজে। এর পর মহেশতলা থানার পুলিশকর্মীরা গিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। নিহতের ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন - শিলমোহর কেন্দ্রের তত্ত্🎐বেই? কলকাতায় ফিরে মমতার ꧒মুখ থেকে গায়েব ‘মাইক’
পড়তে থাকুন - রাজ্যের বিরুদ্ধে পালটা বঞ্চনা ও অসৌজ💫ন্যের অভিযোগ বিধানসভায় ধর🌺নায় বসবেন শংকর ঘোষ
ঘটনা মহেশতলা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আক্রা দত্তবাগানের। প🍸্রতিবেশীরা জানিয়েছেন, ছেলে বউমার সঙ্গে থাকতেন বৃদ্ধা প্রভা নাথ (৬৫)। পরিচারিকার কাজ করতেন তিনি। এক মেয়ে রাঁচিতে পড়াশুনো করেন। স্থানীয়রা জানিয়েছেন, সারা জীবন কষ্ট করে মাথা গোঁজার জন্য একটি মাত্র ঘর বানাতে পেরেছিলেন বৃদ্ধা। আরেকটি ঘর তৈরির কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। এরই মধ্যে বৃদ্ধাকে তার একমাত্র ঘরটি লিখে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে ছেলে ও বউমা। কিন্তু রাজি ছিলেন না বৃদ্ধা। এই নিয়ে শাশুড়ি বউমার বিবাদ লেগেই থাকত।
স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার শেষ দেখা গিয়েছিল প্রভাদেবীকে। শনিবার দিনভর তিনি নিখোঁজ ছিলেন। রাতে পাড়ায় পৌঁছয় পুলিশ। অসꦇমাপ্ত ঘর থেকে বৃদ্ধার পচন ধরা দেহ উদ্ধার করেন আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় বৃদ্ধার ছেলে বিজয় নাথ নিজেই থানায় ফোন করে মায়ের দেহ পড়ে রয়েছে বলে জানায়। দেহ উদ্ধারের সঙ্গে ছেলে ও বউমা ম🐟ালতি নাথকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন - বৈঠক থেকে পালাতে মাইককে শিখণ্ডি করছেন মমতা, মুখ্যমন্ত্র🐬ীকে পালটা সীতারামনের
জেরায় ধৃতরা জানিয়ে💙ছে, শুক্রবার প্রভাদেবীকে শ্বাসরোধ করে খুন করেন মালতি। তখন বাড়িতে ছিলেন না বিজয়। স্বামী বাড়ি ফিরলে সেকথা তাঁকে জানান তিনি। এর পর ২ জনে মিলে বৃদ্ধার দেহ পাশের নির্মিয়মান বাড়িতে ফেলে 🍸আসেন।