মণিপুরের মতো ঘটনা ঘটেছে হাওড়ার পাঁচলায়। বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সম্প্রতি মণিপুরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে দু'জন নারীকে নগ্ন করে রাস্তা𓆉 দিয়ে হাঁটাচ্ছে একদল লোক। তাঁদের জোর করে মাঠে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, পরে তাদের গণধর্ষণ করা হয়েছিল। এই প্রায় একই ধরনের ঘটনা নাকি ঘেটেছে হাওড়ার পাঁচলায়। মণিপুরের ঘটনা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। যদিও অমিতের এই অভিযোগ উড়িয়ে দেন পশ্চিমবঙ্গের ডিজিপি মনোজ মালব্য। তিনি বলেন এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।
বাংলার পঞ্চায়েত নির্বাচনের বলি হয়েছেন প্রায় ৫০ জন। তবে এবারের ভোটে হিংসা হলেও ২০২১-এর মতো ধর্ষণ বা যৌন নিগ্রহের অভিযোগ ওঠেনি। এরই মাঝে আবার মণিপুরের তিন মাস পুরনো একটি ঘটনার ভিডܫিয়ো ভাইরাল হতেই তোলপাড় জাতীয় রাজনীতি। তা নিয়ে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই নিয়ে টুইটও করেন তিনি। সেই টুইটকে রিটুইট করেই অমিত মালব্য অভিযোগ করেন, মণিপুরের মতোই ঘটনা ঘটেছিল হাওড়া💝র পাঁচলায়।
মণিপুরের ঘটনা নিয়ে গতকাল বিকেলে এক টুইট বার্তায় মমতা লিখেছিলেন, 'মণিপুরের ভয়ঙ্কর ভিডিয়োটি দেখে আমার মন ভেঙ্গে গিয়েছে। যেভাবে উন্মত্ত জনতার দুই মহিলার সঙ্গে নির্মম আচরণ করেছে, তা দেখে আমি ক্ষুব্ধ। প্রান্তিক নারীদের ওপর হওয়া এই সহিংসতা দেখে আমি যে যন্ত্রণা বোধ করছি, তা কোনও শব্দে প্রকাশ করা যায় না। বর্বরতার এই নিদর্শন বোধগম্য নয়। এটি অমানবিক। দোষীদের এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের নিন্দা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ভুক্তভো🐟গীদের বিচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।'
মমতার এই টুইট রিটুইট করে অমিত মালব্য পাঁচলার একটি ঘটনার কথা তুলে ধরেন। তিনি লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কি একটুও লজ্জা নেই? ২০২৩ সালের ৮ জুলাই, পঞ্চায়েত ভোটের দিন, হাওড়ার পাঁচলায় গ্রামসভার এক মহিলা প্রার্থীকে মারধর করা হয়েছিল। এরপর তাঁকে নগ্ন করে ঘোরানো হয়েছিল। নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটে। তখন সেই নবান্নেই আপনি বসেছিলেন। আপনার পুলিশ এফআইআরও নেয়নি। পরে বিজেপির চাপাচাপিতে পুলিশ অভিযোগ দায়ের করে। সেই গ্রামসভারই তৃণমূল কংগ্রেস প্রার্থী হেমন্ত রায়, আলফি শেখ, সুকমল পাঁজা, রণবীর পাঁজা, সঞ্জু দাস, নূর আলম এবং আরও ৪০-৫০ জন অপরাধী সেই মহিলা প্রার্থীকে নগ্ন করে ঘোরায়। তার আগে তারা তাঁর বুকে আঘাত করে, তার শাড়ি ছিঁড়ে ফেলে এবং তার অন্তর্বাস টেনে টেনে খুলে ফেলে। আপনি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই হিসেবে আপনি রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখবেন বলেই আশা করা হয়। তবে আপনি তা করেননি... বিশ্বাস করুন, আপনার ভগ🌳্ন হৃদয়, ক্ষোভ এবং ন্যায়বিচারের জন্য ভুয়ো উদ্বেগ ছাড়াই এই বিশ💦্ব অনেক ভালো জায়গা আছে। আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। বাংলার দিকে নজর দিন...'
তবে আজ এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন ডিজিপি মনোজ মালব্য। তিনি বলেন, ‘গত ১৩ জুলাই হাওড়া গ্রামীণের এসপি-কে ইমেল মারফত অভিযোগ জানায় বিজেপি। বলা হয়, পাঁচলায় ভোট কেন্দ্র থেকে টেন𝓀ে বের করে নিয়ে এসে এক মহিলা প্রার্থীর পোশাক ছেঁড়া হয়। এরপর এই মামলায় একটি এফআইআর রুজু হয়। পুলিশ তদন্ত করে। তবে জানা যায়, এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। অভিযোগের সত্যতা নেই। তবে এই নিয়ে আরও তদন্ত চলছে। যেই বুথের কথ বলা হচ্ছে, সেখানে পুলিশের পাশাপাশি সেদিন কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন ছিল।’