ট্রেনের মধ্যে প্রসব করলেন অন্তঃসত্ত্বা এক মহিলা। পুরী জয়নগর এক্সপ্রেসে যাওয়ার সময় পিঙ্কি কুমারী নামে ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। রেল সূত্রের খবর, খুর্দা স্টেশনের কাছে পৌঁছতেই প্রসব যন্ত্রণা ওঠে ওই অন্তঃসত্ত্বা মহিলার। ঘটনায় নবজাতক এবং মা দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেলের পক্ষ থেকে ভর্তির ব্যবস্থা করা হয়। বর্তমানে মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ হয়েছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। রেল সূত্রে জানা যাচ্ছে, পিঙ্কি কুমারী কটকের বাসিন্দা। স্বামী সুরজ কুমারের সঙ্গে পুরী জয়নগর এক্সপ্রেসে করে কটক থেকে সমস্তিপুরে যাচ্ছিলেন। পেশায় ফুচকা বিক্রেতা সুরজের পৈতৃক বাড়ি সমস্তিপুরে। সেইসূত্রেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সুরজ ও পিঙ্কি। তার বাড়ির ২৫ জন সদস্য ওই ট্রেনে ছিলেন। ট্রেনে যাওয়ার সময় আচমকাই প্রসব যন্ত্রণা উঠে ওই গৃহবধূর। এর পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় সন্তান প্রসব করেন পিঙ্কি কুমারী।ঘটনার খবর পাওয়ার পরেই রেলের মেডিকেল টিম পৌঁছয় মেদিনীপুর স্টেশনে। মা এবং নবজাতকের সুস্থতা নিশ্চিত করার জন্য রেলের পক্ষ থেকে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেওয়া হয়। কিন্তু, ট্রেন থেকে নামতে রাজি হননি সুরজ। পরিবারের বাধার মুখে পড়েন রেল কর্মীরা। অবশেষে অনেক বোঝানোর পর নবজাতক এবং মাকে হাসপাতালে ভর্তি করতে রাজি হন পরিবারের সদস্যরা। মা এবং শিশু দু’জনকেই মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি করা হয় সাড়ে ১১টা নাগাদ। ঘটনার জেরে মেদিনীপুর স্টেশনে এক ঘণ্টা ধরে আটকে থাকে পুরী জয়নগর এক্সপ্রেস। এর জেরে ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য যাত্রীরা। তবে বর্তমানে মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে রেল।