আরজি কর কাꦐণ্ড ঘিরে রাজ্যে ক্ষোভে ফেটে পড়ছেন আন্দোলনকারী ডাক্তার থেকে সাধারণ মানুষ। এদিকে, এরই মধ্যে আরজি কর-এ তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের অভিযোগের মামলায় গ্রেফতার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার, গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি। এদিকে, হাওড়ায় এক পানশালায় মদ্যপ অবস্থায় গোলমাল করার অভিযোগে হাওড়া পুলিশের হাতেই গ্রেফতার হলেন পুলিশের এক কনস্টেবল সহ এক হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার।
ঘটনাটি রবিবার রাতের। হাওড়ার সাকরাইল থানার অন্তর্গত আলমপুর সংলগ্ন জালান ১ নম্বর গেটের কাছাকাছি ধুলাগড়ে ঘটনাটি ঘটেছে বলে খবর। জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত ঘটে রবিবার রাতে। অভিযোগ, ওই তিন পুলিশকর্মী🧸 সেদিন রাতে মদ্যপানের পর হোটেলে বিলের টাকা দেওয়ার সময়ই যাবতীয় অশান্তির সূত্রপাত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাঁকরাইল থানার আধিকারিকরা। ৩ পুলিশকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠতেই, পুলিশের বাকি ফোর্স ওই ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতার হয়েছেন, কনস্টেবল পাঞ্জাব মন্ডল, অস্থায়ী হোমগার্ড বিজয় পাল, সিভিক ভলান্টিয়ার অরিন্দম কোঙার। এরপর আজ ওই ৩ অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হয়। জানা গিয়েছে, হাওড়ার ভারত হোটেলে এই ঘটনা ঘটে গিয়েছে।
(N🍬ipah Virus Case 𒉰and Symptoms: পুজোর আগে আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস! কেরলে মৃত ১, সতর্ক থাকতে উপসর্গ দেখে নিন )
(Haryana Vote: ‘নেহরু-ইন্দিরারা সংরক্ষণের বিরোধিতা করেছিলেন,’ হরিয়ানা ভোটের আগে কং🅷গ্রেসকে চেনা𝔍 অস্ত্রে পালটা দিলেন মোদী )