Dynamite Blast Case: হঠাৎ সাইরেন, দুমদাম শব্দ…পাথর ছিটকে ভাঙল বাড়ি! খনিতে ডিনামাইট বিস্ফোরণে চাঞ্চল্য রানিগঞ্জে
2 মিনিটে পড়ুন Updated: 23 Nov 2024, 11:09 PM ISTগোটা ঘটনার সূত্রপাত হয় শনিবার বিকেলে। তখন হঠাৎ বেজে ওঠে সাইরেন। এরপর ঠিক🔥 ক💟ী কী ঘটে?
গোটা ঘটনার সূত্রপাত হয় শনিবার বিকেলে। তখন হঠাৎ বেজে ওঠে সাইরেন। এরপর ঠিক🔥 ক💟ী কী ঘটে?
শনিবার রানিগঞ্জের নারায়ণকুড়ির খোলামুখ খণি এলাকায় এক দুর্ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়। সেখানে খনিতে ডিনামাইট বিস্ফোরণের জেরে এলাকায় বহু ঘর বাড়ির অংশ ক্ষতিগ্রস্ত হয়। রানিগঞ্জের নারায়ণকুড়ির খনি এলাকায় ডিনামাইট বিস্ফোরণের ফলে পাথর ছিটকে🐓 তা এগরা গ্রামের সিং পাড়ার বহু বাড়িকে ক্ষতিগ্রস্ত করে।
ইসিএল কুনুস্তরিয়া এলাকার নারায়ণকুড়ি খোলামুখ খনিতে বিস্ফোরণের জেরে শনিবারের দুর্ঘটনা ঘটে যায়। গোটা ঘটনার সূত্রপাত হয় শনিবার বিকেলে। তখন হঠাৎ বেজে ওঠে সাইরেন। সেই সময় স্থানীয় চায়ের দোকানে অনেকে চা খাচ্ছিলেন, অনেকেই নিজের মতো করে বিভিন্ন জায়গায় ছিলেন। এদিকে, সাইরেনের শব্দে ততক্ষণে অনেকেই সতর্ক হয়ে পড়েন। ততক্ষণ দুমদাম শব্দ শোনা যায়। এদিকে দেখা যায়, বাড়ির ছাদে এসে পড়ছে পাথরের চাঁই। কারোর টালি ভাঙছে, তো কারোর বাড়ির এসবেসটাস ফুটো হচ্ছে। ঘটনায় অনেকেই হতচকিত হয়ে পড়েন। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতেই ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত গ্রামবাসীরা। জানা যায়, খনিতে ডিনামাইট বিস্ফোরণ হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। তখনই উত্তেজিত গ্রামবাসীরা ভাঙচুর চালাল খনি এলাকায় দাঁড়িয়ে থাജকা ডাম্পার ও গাড়িতে। পরে তাঁরা খনি কর্তৃপক্ষের অফিসঘরেও ভাঙচুর চালায়। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা দেখা দেয় রানিগঞ্জে।
( Amavasya 20𒁃24 Tithi : আসছে শনি অমাবস্যা! তারিখ, তিথি দেখে নিন, রইল ব্রহ্মমুহূর্তের সম🎶য়কাল)
এদিকে, ঘটনা যখন ঘটে, তখন কেউ ঘুমাচ্ছিলেন, কেউ বা নিজের বাড়িতে কাজে-কর্মে ব্যাস্ত ছিলেন। তখনই ওই কাণ্ড ঘটে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই হতভম্ব হয়ে যান। হঠাৎ বিকট শব্দ, আর তারপর হুড়মুড়িয়ে ছাদ ভাঙার আওয়াজে অনেকেই অবাক হয়ে পড়েন। অনেকেই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পালাতে থাকেন। পরবর্তীকালে জানা যায়, খনিতে ড𝐆িনামাইট ফাটানোর ফলে বড় পাথরের চাঁই গিয়ে পড়ে এলাকার বহু বাড়িতে। তারফলে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন ওঠে নির্দিষ্ট নিরাপত্তা না নিয়ে কেন এমনভাবে খনিতে ডিনামাইট ফাটানো হল? খনি কর্তৃপক্ষের কাছে বাড়ি মেরামত করে দেওয়ারও দাবি জানান এলাকাবাসীরা।