বহিষ্কারের পর এবার কলকাতা পুর নির্বাচনে ৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে বৃহস্পতিবার উত্তেজনা 🉐ছড়ায়। তনিমাদেবীর অভিযোগ, ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাঁর দেওয়াল লিখন মুছে দিয়েছে তৃণমূল। ছেঁড়া হয়েছে ব্যানারও।
বৃহস্পতিবার সকালে বালিগঞ্জের বিভিন্ন জায়গায় দেখা যায় তনিমাদেবীর নামে দেওয়াল লিখন মুছে সেখানে সুদর্শনা মুখোপাধ্যায়ের দেওয়াল লেখার কাজ চলছে। তনিমা চট্টোপাধ্যায়ের দাবি, প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পর প্রচার শুরু করেছিলেন তিনি। তার পর তাঁর প্রার্থীপদ কেড়ে নেয় তৃণমূল। তবে একবার ময়দানে নেমে সরতে নারাজ তিনি। প্রচার শুরুর পর তিনি যে সব দেওয়াল লিখিয়েছিলেন সেখানে পরে প্রতীক বদল করা হয়েছে। ঘাসফুল মুছে আঁকা হয়েছে জౠোড়া পাতা। সেই সব দেওয়াল লিখন মুছে দিচ্ছে তৃণমূল। এমনকী তাঁর ব্যানার ছেঁড়া হচ্ছে বলেও অভিযোগ। সঙ্গে তাঁর দাবি, ওয়ার্ডে তা🍰ঁর সমর্থকদের হুমকি দিচ্ছে শাসকদল।
প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন বলেন, ‘আমি ভোটের ময়দান থেকে সরবো না। ভয় পেয়ে তৃণমূল এখন গা জোয়ারিতে নেমেছে।💛’ এই নিয়ে তৃণমূল প্রার্থ🌄ী সুদর্শনা মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।