বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি বাংলায় শিল্প আসতে দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলছেন রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা। ঠিক সেই আবহে একাধিক কর্মসংস্থান হতে চলেছে কলকাতা লেদার কমপ্লেক্সে। বানতলা চর্মনগরী পাচ্ছে ১৬৩ টি লেদার কোম্পানি। দ্রুত এই সংস্থাগুলিকে জমি জমি দেওয়া হবে। রবিবার কলকাতা লেদার কমপ্লেক্স পরিদর্শন করেন মন্ত্রী জাভেদ খান এবং বিধায়ক শওকত মোল্লা। পরিদর্শনের পর বিধায়ক একথা জানান। পাশাপাশি লেদার কমপ্লেক্সের উন্নয়নের উপরেও জোর দেওয়া হচ্ছে বলে তিনিဣ জানান।
আরও পড়ুন: ‘রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত’! সিবিআই-এর তলব এড়ালেন বিধাꦇয়ক শওকত মোল্লা
জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসেই কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যেই এই কোম্পানিগুলিকে জমি দেওয়া হবে। রবিবার জমি পরিদর্শন শওকত মোল্লা আরও জানান এবার থেকে কলকাতা লেদার কমপ্লেক্সের উন্নয়নের বিষয়গুলি দেখবে কেএমডিএ। শওকত মোল্লা জানান, এই এলাকায় যাদের জমি নেওয়া হয়েছে তাদের দ্রুত যা🥃তে পুনর্বাসন দেওয়া যায় সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি এখানকার বাসস্ট্যান্ড, হাসপাতাল, জলনিকাশি ব্যবস্থা, ক্যানᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্টিন, ওয়াচ টাওয়ারে একাধিক উন্নয়নমূলক কাজ হবে।
শওকত মোল্লা জানান, এ♔খানে ফুটপাত, বাসস্ট্যান্ডে কীভাবে কাজ হচ্ছে তা খতিয়ে দেখার পাশাপাশি🍌 কোম্পানিগুলিকে কীভাবে জমি হস্তান্তর করা হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। এখানকার বাসস্ট্যান্ড ক্যান্টিন থেকে শুরু করে যাবতীয় কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিদর্শন করা হয়েছে।
তবে সেখানে যেমন উন্নয়নমূলক কাজ হচ্ছে তেমনি কিছু সমস্যা রয়েছে। নিজের মুখে সেই সমস্যার কথা জানান শওকত মোল্লা। তিনি বলেন, অনেক জমির মালিক অভিযোগ কর൩েছেন, তারা বঞ্চিত হয়েছেন। দ্রুত তাদের যাতে পুনর্বাস দেওয়া হয় সে বিষয়টি খতিয়ে দেখা হচ🌸্ছে বলে তিনি জানান। শওকত মোল্লার দাবি, এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন। আগামী দিনে আরও লক্ষ লক্ষ মানুষ কাজ পাবেন।