আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স চক্রের পর্দাফাঁস করল সিআইডি। এই ঘটনায় যুক্ত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছেন স্পেশ্যাল অপারেশন গ্রুপের গোয়েন্দারা। সঙ্গে উদ্ধার হয়েছে ৫টি জাল লাইসেন্সধারী অস্ত্র। গোয়েন্দারা জানিয়𒆙েছেন, পুলিশ সুপার – জেলা শাসকের মতো আধিকারিকদের সই ও সিল জাল করে চলত এই চক্র।
বৃহস্পতিবার খিদিরপুরের ফ্যান্সি মার্কেট চত্বর থেকে জাল লাইসেন্সচক্রের পাণ্ডা সফিক মোল্লাকে গ্রেফতার করে CID. তার বাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে। তার কাছ থেকে উদ𝔉্ধার হয় বিভিন্ন আধিকারিকদের ৩২টি সিল। জেরায় সে জানায়, বিভিন্ন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স তৈরি করে দেয় সে।
এর পর তল্লাশিতে নেমে শুক্রবার আরও ৫ জনকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তারা প্রত্যেকেই বেসরকারি নিরাপ꧒ত্তা সংস্থার কর্মী বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকেꩲ উদ্ধার হয়েছে জাল লাইসেন্সধারী ৫টি আগ্নেয়াস্ত্র।
গোয়েন্দারা জানাচ্ছেন, বিভিন্ন নিরাপত্তা সংস্থায় অস্ত্রধারী নিরাপত্তারক্ষীর প্রয়োজন হলে তারা যোগাযোগ করত রফিকের সঙ্গে। সফিক তাদের আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স বানিয়ে দিত। সেই লাইসেন্স নিয়ে কাজে যোগ♔ দিতেন নিরাপত্তারক্ষীরা। সেজন্য তাদের অর্ধেক বেতন দিত বেসরকারি নিরাপত্তা সংস্থা। এই চক্রে আর কারা কারা যুক্ত জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কোনও জঙ্গিগোষ্ঠীকে সফিক আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স বানিয়ে দিয়েছিল কি না তা জানতেও তদন্ত চলছে।