পাতালপথে হারিয়ে গিয়েছিল মেয়ে। ভেবে আকূল 🌳হয়েছিলেন মা। আরপিএফের কাছেও গোটা বিষয়টি জানিয়েছিলেন মা। ঠিক কী হয়েছিল ঘটনাটা?
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ 🍸কবি নজরুল স্টেশন থেকে মেট্রোতে চড়়তে যান মা। এদিকে মেয়েটি আগেই মেট্রোতে উঠে যায়। কিন্তু তার মা উঠতে পারেননি। এরপরই মা ছুটে গিয়ে গোটা বিষয়টি আরপিএফকে জানান। এরপরই আরপিএফ বিষয়টি সম্পর্কে সমস্ত মেট্রো স্টেশনে জানিয়ে দেয়। আরপিএফও সতর্ক নজরদারি শুরু করে দেয়। নির্দিষ্ট জায়গায় যাতে মেয়েটিকে নামানো হয় সেব্যাপারে তৎপর হয় আরপিএফ।
এদিকে মেয়েকে হারিয়ে ফেলে প্রচন্ড টেনশনে পড়ে যান মা। মাত্র ১০ বছরের ওই মেয়েকে কি খুঁজে পাওয়া যাবে? এনিয়ে উদ্বেগের মধ্যে পড়ে যান মা। শেষ পর্যন্ত মাস্টারদা সূর্য সেন স্টেশনে আরপিএফ কর্মীরা ওই কিশোরীকে উদ্ধার করেন। এরপর স্টেশন ম্যানেজারের ঘরে নিয়ে যাওয়া হয়। ওই মেয়েটি ঠাকুমার নম্বর বলতে পারে। সেই অনুসারে আরপিএফ কর্মীরা ওই নম্বরে ঠাকুমার সঙ্গে যোগাযোগ করেন। পরে ঠাকুমার হাতে তুলে দেওয়া হয় কিশোরীকে।
ওয়াক🎐িবহাল মতে, মেট্রোতে চড়ার ক্ষেত্রে বাচ্চারা যাতে কোনওভাবেই হাত ছেড়ে না যায় সেটা দেখা দরকার। কোনও সমস্📖যায় পড়লে আরপিএফ কর্মীদের জানানো দরকার। বাচ্চারা অভিভাবকদের ফোন নম্বর বলতে পারলে অনেকটাই সুবিধা হয়।