হাতে আর একটা দিন। তারপরই ধর্মতলায় জনপ্লাবন হবে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে। রাজ্যজুড়ে তার প্রস্তুতি চলছে। তার মধ্যেই এবার কলকাতায় শোনা গেল পাহাড়ি গান— ‘আমার দিদি, তোমার দিদি, সবার দিদি...।’ একুশে জুলাই ꧅উপলক্ষ্যে যাঁরা পাহাড় থেকে কলকাতায় এসেছেন তাঁরাই বাজাচ্ছেন এই গান। এই গান গেয়ে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছেন পাহাড়বাসী।
বিষয়টি ঠিক কী ঘটেছে? জিটিএ নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর পাহাড় সফরে গিয়েছিলেন। তখন এই গান গেয়ে অভ্যর্থনা জানিয়েছিলেন পাহাড়বাসী। এবার সেই গান পাহাড় থেকে নেমে এল কলকাতা শহরে। পাহাড় থেকে আসা মানুষজন ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে এসেছেন। ♊আর তাঁরাই এখন শহরে এই গান গাওয়া শুরু করেছেন স্টেশনে নেমেই।
গানের নেপথ্য ইতিহাস কী? জানা গিয়েছে, জিটিএ নির্বাচনের সময় এমন একটি গান তৈরি হয়েছিল অনিত থাপার সমর্থনে। সেটি শুনে অনিত থাপার ভালো লাগে। তখন এই গানটিকে মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করার জন্য নতুন করে তৈরি করতে নির্দেশ দেন। সেটাই তৈཧরি হয়েছে।❀ গানটি গেয়েছেন রাজা ধর ও দেবব্রত চাকী। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাসেইলি। তিনিই অনিত থাপাকে নিয়ে তৈরি নেপালি গানটির গꦏীতিকার ও সুরকার। এবার নতুন করে তৈরি হওয়া গানটি পাহাড় থেকে কলকাতায় আসা কর্মীরা গাইছেন।