Howrah Death: মর্মান্তিক!পড়ে গেলেন হাওড়ার রাস্তার জমা জলে, সেখানেই আধ ঘণ্টা, তারপর সব শেষ… Updated: 25 Oct 2024, 09:11 PM IST Satyen Pal Share মর্মান্তিক ঘটনা! এক ব্যক্তি হাওড়ার রাস্তার জমা জলে পড়েছিলেন। সেখানেই মৃত্যু হল তাঁর। 1/4হাওড়া পুরনিগমের অস্থায়ী সাফাইকর্মী। অন্যান্য দিনের মতোই কাজে বেরিয়েছিলেন তিনি। এরপর রাস্তার জমা জলে পড়ে যান। আর সেখানেই প্রায় আধ ঘণ্টা পড়েছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম গৌতম চট্টোপাধ্য়ায়। হাওড়ার তাঁতি পাড়া এলাকায় রাস্তায় পড়ে গিয়েছিলেন তিনি। এরপর তিনি আর সেখান থেকে উঠতে পারেননি। স্থানীয়দের দাবি, তিনি সম্ভবত অসুস্থ ছিলেন। সেকারণে তিনি রাস্তার জলে পড়ে যাওয়ার পরেও আর উঠতে পারেননি। (PTI Photo) (PTI) 2/4দানার প্রভাবে প্রবল বৃষ্টি হাওড়াতেও। বহু রাস্তা চলে যায় জলের তলায়। কোথাও এক হাঁটু জল। কোথাও আবার গোড়ালি সমান জল। সেই জলের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে বাধ্য হন। (PTI Photo) (PTI) 3/4সূত্রের খবর, ওই ব্যক্তি সম্ভবত কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনি রাস্তাতেই পড়ে যান। সম্ভবত কোনও কারণে অসুস্থ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। এরপর তিনি সেখানেই পড়েছিলেন প্রায় আধ ঘণ্টা। দুর্যোগের মধ্যে রাস্তাতেও সেভাবে লোকজন ছিল না। তার মধ্যেই তিনি রাস্তায় পড়েছিলেন। PTI Photo) (PTI) 4/4স্থানীয়দের দাবি, রাস্তায় জল না থাকলে হয়তো এই মর্মান্তিক পরিণতি হত না। হয়তো তাঁকে বাঁচানো যেত। সেই সঙ্গেই প্রশ্ন উঠছে কেন কেউ তাঁকে বাঁচাতে এল না? তবে কি কেউ দেখেও তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি। নানা প্রশ্ন উঠছে। তবে স্থানীয়রাই তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে সব শেষ। (PTI Photo) (PTI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি