আবার রাতের শহরে দুর্ঘটনা। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তা ধাক্কা মারল পুলিশের গাড়িতে। হাইল্যান্ড পার্ক মোড়ে পুলিশের টহলদারি দুটি গাড়িকে পরপর ধাক্কা মারে ওই প্রাইভেট গাড়ি। তার জেরে ক্ষতিগ্রস্ত হয পুলিশের গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান পুলিশকর্মীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, শুক্রবার বেশি রাতে বাঘাযতীন সেতু থেকে নামার সময় হাইল্যান্ড পার্কের মোড়ে একটি প্রাইভেট গাড়ি বেপরোয়া গতিতে এসে প্রথমে রাস্তার ব্যারিকেডে ধাক্কা মারে। তারপরে সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি গাড়িতেও ধাক্কা মারে। তাতে বেশ কয়েকজন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের পেট্রলিং ভ্যান রাতে ঘুরে এসে দাঁড়িয়েছিল। তখনই বেপরোয়া গতিতে আসা প্রাইভেট গাড়ি ওই ভ্যান দুটিতে ধাক্কা মারে। তবে পুলিশকর্মীরা ফুটপাথে ওঠায় অল্পের জন্য রক্ষা পান তাঁরা। ওই প্রাইভেট গাড়িতে থাকা কয়েকজন চোট পান। তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। আর গাড়ির চালককে গ্রেফতার করা হয়।জানা গিয়েছে, প্রাইভেট গাড়িতে একজন চালক ছাড়াও চারজন মহিলা ছিলেন। আহত হয়েছেন দু’জন যাত্রী। পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। ওই চালককে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির বাকি যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন চালককেও জেরা করা হচ্ছে।