দেশে করোনার এ🦩খন নেই বললেই চলে। এরইমধ্যে কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে যুবককে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন রবিবার রাতে সেখানেই যুবককে মৃত্যু হয়। তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনা উল্লেখ রয়েছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ফের করোনা আতঙ্ক ফিরেছে শহরবাসীর মধ্যে। অন্যদিকে, যুবকের মৃতদেহ হস্তান্তর নিয়েও চলে দীর্ঘ টানাপোড়েন। শেষে ১৬ ঘণ্টা পর পরিবারের হাতে যুবকদের হস্তান্তর করে হাসপাতাল। তবে মৃতদেহটি নিয়ে যাওয়া হয় ধাপায়।
আরও পড়ুন: মুখ্যমন্⛦ত্রীর সতর্কতায় সিলম💖োহর কেন্দ্রের, মাস্ক পরার পরামর্শ দিল নয়াদিল্লি
জানা গিয়েছে, ওই🍌 যুবকের নাম আশিস হালদার (২৪)। তিনি রিজেন্ট পার্কের নেহেরু কলোনীর বাসিন্দ। গত কয়েকদিন ধরেই তিনি জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে প্রথমে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছিল। তাতে সমস্ত রকম পরীক্ষা করার পর করোনা রিপোর্ট পজেটিভ আসে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে ভরতি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবসꦐ্থায় থাকার রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ যুবকের মৃত্যু হয়।
এদিকে, যুবকের মৃত্যুর পর দেখা দেয় সমস্যা। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানিয়ে দেয় মৃতদেহ দেওয়া যাবে না। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের সদস্যদের 🐼বচসা বাঁধে। মৃতদেহ নিয়ে চলে দীর্ঘ টানাপোড়েন। শেষ পর্যন্ত ১৬ ঘণ্টা পর সোমবার কলকাতা পুরসভার গাড়িতে করে দেহ পাঠানো হয় ধাপায়। সেখানেই যুবকের শেষকৃত্য সম্পন্ন হয়। যুবকের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে তার পরিবারে।