তৃণমূল নেতা মুকুল রায়ের পিএসি চেয়ারম্যান পদের বৈধতা নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছে বিজেপি। এনিয়ে তারা আদালত পর্যন্ত গিয়েছেন। এ নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্ꦦতন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। রবিবার এক লিখিত বিবৃতি প্রকাশ করে পিএসির নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। ‘পিএসি-তে যেভাবে নিয়োগ করা হয়েছে তার ফলে গণতন্ত্𒀰র বিপন্ন হতে পারে’ বলে তিনি মনে করছেন।
বিবৃতিতে তিনি লিখেছেন, ‘পিএসি পদে নিয়োগ নিয়ে যে বিতর্ক♓ তৈরি হয়েছে তারফলে গণতন্ত্র শক্🐷তিশালী হচ্ছে, না দুর্বল হচ্ছে তা ভবিষ্যৎ কথা বলবে।’ নাম না করে তিনি মুকুল রায়ের পিএসি চেয়ারম্যানের বৈধতা নিয়ে সরব হয়েছেন। এদিনই মুকুল রায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। মুকুল রায়কে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তিনি। ফলে জোড়া আক্রমণে মুকুল রায় যে কিছুটা অস্বস্তিতে পড়েছেন তা বলাই যায়।
প্রসঙ্গত, বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক হয়েছিলেন মুকুল রায়। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এর পরে তাকে পিএসির চেয়ারম্যান করা হয়। বিজেপির দাবি ছিল, দলের পক্ষ থেকে পিএসিতে তাঁর নাম প্রস্তাব করা হয়নি। তার পরেও তাকে পিএসির চেয়ারম্যান করা হয়েছে য🌳া নিয়ম বহির্ভূত। আবদুল মান্নান তাঁর লিখিত বিবৃতিতে পিএসি চেয়ারম্যানের নিয়োগ নিয়ে অতীতের বেশ কয়েকটি উদাহরণের কথা তুলে ধরেছেন। এপ্রসঙ্গে তৃণমূল নেতা মানস ভুঁইয়ার পিএসি পদে নিয়োগের উদাহরণ তুলে ধরেন আবদুল মান্নান। মান্নান লিখেছেন, ‘তৃতীয় লোকসভা পর্যন্ত শাসক দলের সদস্যকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার প্রথা ছিল। কিন্তু পরে ত⭕া পরিবর্তন করা হয়।’