রাজ্যে হু হু করে বাড়ছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। জ্বর শ্বাসকষ্টে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বহু শিশুর। এছাড়াও অনেক শিশু ভরতি রয়েছে হাসপাতালে। যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। যদিও স্বাস্থ্য দফতর জা꧂নাচ্ছে, অ্যাডিনো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে আইসিএমআরের নাইসেডের সমীক্ষা বলছে অন্য কথা। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, অ্যাডিনোভাইরাসের সংক্রমণে পশ্চিমবঙ্গ হল শীর্ষে। যা উদ্বেগজনক বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
কলকাতার বিসি রায় হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট♕ে মৃত্যু হয়েছে বহু শিশুর। শুক্রবার মৃত্যু হয়েছে আরও ৩ শিশুর। যদিও এক্ষেত্রে রাজ্য সরকার দাবি করছে অ্যাডিনোয় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা খুব কম। বরং কোমর্ডিবিটি ও রেফার জনিত সমস্যায় অধিক শিশুর মৃত্যু হয়েছে। নাইসেডের তরফে দাবি করা হয়েছে অন্যান্য রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গে অ্যাডিনোভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত বাংলায় অ্যাডিনোর প্রকোপ ৩৮ শতাংশ। তারপরে তামিলনাড়ুর স্থান। এই ভাইরাস শ্বাসনালীতে সংক্রমণ ঘটায়। যার ফেলে শ্বাসকষ্ট হয় শিশুদের। সারাদেশ জুড়ে আইসিএমআরের ভাইরাল রিসার্চ ডায়াগনস্টিক ল্যাবরেট🥂রিতে সমীক্ষা করা হয় ল। তাতেই এই তথ্য জানা গিয়েছে। সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে অ্যাডিনো আক্রღান্তের সংখ্যা ৩৮ শতাংশ, তামিলনাড়ুতে ১৯ শতাংশ, কেরলে ১৩ শতাংশ, দিল্লিতে ১১ শতাংশ এবং মহারাষ্ট্রে ৫ শতাংশ। এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে রাজ্য সরকার।