Garden Reach Building Collapse: গার্ডেনরিচে মৃত্যু মিছিল, ধ্বংসস্তূপের নীচে থেকে ফের মিলল দেহ, দায় কার? Updated: 19 Mar 2024, 11:31 PM IST Satyen Pal Share গার্ডেনরিচে মৃত্যু মিছিল। ধ্বংসস্তূপের নীচে থেকে ফের বের হল নিথর দেহ। 1/5অবশেষে গার্ডেনরিচে মৃত্যুর সংখ্য়া বেড়ে দাঁড়াল ১০জন। মঙ্গলবার সন্ধ্য়ায় গার্ডেনরিচের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হল অপর একজনের দেহ। মৃতের নাম মহম্মদ জামিল। তিনি গার্ডেনরিচের বাসিন্দা। সোমবার রাতে আলোর অভাবে ভালো করে উদ্ধারকাজ করা যায়নি। মঙ্গলবার আলো ফুটতেই ফের নেমে পড়েছিল এনডিআরএফ। অবশেষে উদ্ধার হল দেহ। (HT Photo) (PTI) 2/5ঘটনায় প্রায় ৪০ ঘণ্টা পরে উদ্ধার হল অপর একটি মৃতদেহ। যে বিল্ডিংটি ভেঙে গিয়েছে তার দোতলায় ছিলেন দুই রাজমিস্ত্রি। বাড়ি ভেঙে যাওয়ায় সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিলেন তারা। তাদের দেহ মিলেছে। পাশে মিলেছে দুটি ব্য়াগ।(PTI Photo)(PTI03_19_2024_000131B) (PTI) 3/5প্রশ্ন উঠছে এত বড় বিপর্যয়ের দায় কার হবে? এদিকে কলকাতা পুর কর্তৃপক্ষ অবশ্য সব দায় আধিকারিকদের উপর চাপাতে শুরু করেছে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, কাউন্সিল নয়, এটা দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। কিন্তু এখানেই প্রশ্ন কাউন্সিলর কেন দায়ী নন? তিনি কিছুই জানতেন না?(PTI Photo) (PTI) 4/5সূত্রের খবর, ১৫ নম্বর বোরোর সব ইঞ্জিনিয়ারকে সরিয়ে দেওয়া হয়েছে। আর কোন বাড়ি বিপজ্জনক সেটা দেখার জন্য় নির্দেশ দিয়েছেন ফিরহাদ। (PTI Photo)(PTI03_18_2024_000047A) (PTI) 5/5কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, এটা ক্রাইম হয়েছে। ভদ্রতা থাকলে পদত্যাগ করুন। ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হোক। ফিরহাদ হাকিম বলেন, তাহলে রেলমন্ত্রী থাকাকালীন যে দুর্ঘটনা হয়েছিল রেল দুর্ঘটনা হয়েছিল তার জন্য অধীর চৌধুরীর তো পদত্যাগ করা উচিত ছিল। অভিযোগ, পালটা অভিযোগ চলছে। কিন্তু যাদের বাড়ির প্রিয়জন চলে গেলেন চিরদিনের জন্য তাঁদের চোখের জল মোছাবে কে? (ছবি - পিটিআই) (PTI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি