রাতের শহরে তীব্র গতিতে ছুটছিল গাড়িটি। বেপরোয়া গতি এবং শব্দে তখন উত্তাল মহানগরীর রাস্তা। আর ত𝄹ার জেরে ঘটল পথ দুর্ঘটনা। গতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে বিলাসবহুল গাড়ি একটি মন্দিরে গিয়ে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এলে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় জনতা। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
পুꦚলিশ সূত্রে খবর, রাত ১টা নাগাদ বেপরোয🌟়া গতিতে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। তার জেরে তপসিয়া থানা এলাকার দিঘির পাড়া শীতলা মন্দিরের দেওয়ালে ধাক্কা মারে ওই অডি গাড়িটি। গাড়ি এতটাই গতিতে ছিল যে ধাক্কা লাগতেই ভেঙে যায় মন্দিরের একপাশের দেওয়ালের বেশ কিছু অংশ।
স্থানীয় সূত্রে খবর, ওই গাড়িতে এক যুবকের এক তরুণীও ছিলেন। তাঁরা দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনা দেখে পুলিশে খবর দেওয়া হয়। মদ্য൩প অবস্থায় গাড়ি চ♏ালাচ্ছিলেন যুবকটি। পুলিশ ওই যুবককে আটক করেছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কিন্তু এই মন্দিরের সঙ্গে স্থানীয় মানুষজনের আবেগ জড়িয়ে আছে। তাই বিক্ষোভ শুরু হয়।
পুলিশ ঘাতক গাড়িটিকে উদ্ধার করে। তখন স্থানীয় মানুষজন সোচ্চার হন। এমনকী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাতে আরও উত্তেজনা তৈরি হয়। পুলিশ নানা কথা বোঝাবার চেষ্টা করে। কিন্তু মন্দিরের ভাঙ্গা অংশ মেরামতি কে করবে? তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় মানুষজন। পুলিশꦫ এই প্রশ্নের সদুত্তর দিতে না পারায় বিক্ষোভ দেখ꧙ান স্থানীয় বাসিন্দারা।