‘এক দেশ এক রেশন’ ব্যবস্থা রাজ্যে চালু করতে চায় নবান্ন। ইতিমধ্যেই সেই ꦡনির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব♚ন্দ্যোপাধ্যায়। ‘এক দেশ এক রেশন’ ব্যবস্থায় যে কোনও রাজ্যের বাসিন্দা যে কোনও রাজ্যে গিয়ে রেশন নিতে পারবেন। রাজ্য সরকারের আওতাধীন গ্রাহকরা বিনামূল্যে রেশন পান। আর ভিনরাজ্যে তা কিনতে হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ভিন রাজ্যের বাসিন্দারা এই রাজ্যে রেশন তুললে তাঁদেরও বিনামূল্যেই দেওয়া হবে।
জানা গিয়েছে, এই রাজ্যে❀র মানুষকে অবশ্য ভিনরাজ্যে গিয়ে পয়সা দিয়েই রেশন কিনতে হবে। ভিনরাজ্যে পরিবার ভিত্তিক রেশন ব্যবস্থা চালু রয়েছে। নতুন ব্যবস্থা বাংলায় চালু হলে এবং ভিনরাজ্যের বাসিন্দারা বাংলায় এসে রেশন তুললে তাঁদের মোট প্র🐭াপ্য অংশের ৫০ শতাংশ রেশন পাবেন। এমনকী বাকি সামগ্রী যদি তাঁর পরিবার নিজের রাজ্যে না তুলে থাকেন, তাহলে তাও তাঁকে এই রাজ্যে পরে দিয়ে দেওয়া হবে।
কিন্তু এখানে একটা সমস্যাও রয়েছে। কী সেই সমস্যা? এই রাজ্যে সরকারি প্রকল্প অনুযায়ী মাথাপিছু কার্ডের ব্যবস্থা। পরিবারের কোনও সদস্য বাইরে কাজে থাকলে তাঁরা সেখানে🔴 কীভাবে রেশন তুলতে পারবেন? প্রশ্ন উঠেছে। এই সমস্যার কথা জানিয়ে খাদ্য মন্ত্রকের কাছেও তা লিখিত আকারে পাঠানো হতে পারে বলে খবর। তবে মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে সবাই গুরুত্ব দিচ্ছেন। কারণ তাহলে একটি পরিবার বিনামূল্যে রেশন পেলে না খেয়ে থাকতে হবে না।