দিল্লি হাই কোর্টে ফের অনুব্রত মামলার শুনানি পিছিয়ে গেল। বুধবার অর্থাৎ আজ ছিল এই মামলার শুনানি। তা পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি করা হয়েছে। এর ফলে আপাতত দিল্লি যেতে হচ্ছে না জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে।গরুপাচার মামলায় তদন্তের প্রয়োজনে দিল্লির তিহাড় জেলে অনুব্রতকে নিয়ে যেতে চায় ইডি। বর্তমানে সেখানে রয়েছেন এই মামলায় আর এক অভিযুক্ত সায়গল হোসেন। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডি রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করে। সেই মামলা ইডির দাবিতে সম্মতি দেয় আদালত। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। বুধবার এই মামলার শুনানি ছিল আদালতে। ফলে আপাতত সংশোধনাগারেই থাকবেন অনুব্রত।প্রসঙ্গত, এর আগে একাধিকবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে কিন্তু বাববারই বিভিন্ন মামলার কারণে তাঁকে নিয়ে যেতে পারেনি ইডি। গত ৩ ফেব্রুয়ারি গরু পাচার মামলায় অনুব্রতর জেল হেফাজতের মেয়াদ বাড়ে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতের নির্দেশ দেন বিচারক। আবার দিল্লি হাই কোর্টের শুনানিও ওই দিন।