রেশন দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলি🌃ফ নুরের বিরুদ্ধে ৪৫ কোটি টাকা তছরূপের অভিযোগ আনল ইডি। এর মধ্যে ৬.৫ কোটি টাকার খোঁজ পাওয়া গিয়েছে গ্রেফতার হওয়া ২ ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তদন্তকারীরা জানাচ্ছেন তাঁদের অ্যাকাউন্ট থেকে অন্তত ১ কোটি টাকা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে।
আরও পড়ুন - শিল্প-কারখানা তৈরির জন্য ১ টাকায় জমি সৌরভকে, জনস্বার্থ মামলায় বড় রায় হা💞ইকোর্টের
পড়তে থাকুন - হামলা সত্ত্বেও সী𒊎মা⭕ন্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা BSF কনস্টেবল
রেশন দুর্নীতিতে ১৪ ঘণ্টা জেরার পর বৃহস্পতিবার গভীর রাতে আনিসুর রহমান ও আলিফ নুরকে গ্রেফতার করে ইডি। এর পর তদন্তকারী সংস্থা সূত꧅্রে জানা যায়, চাল কেনার জন্য সরকারি ৪৫ কোটি টাকা সরিয়েছেন ২ ভাই। গোয়েন্দা সূত্রে খবর, প্রথমে প্রকৃত চাষিদের ন্যূনতম সহায়ক মূল্যের কম দামে ধান বিক্রি করতে বাধ্য করত আনিসুর ও তাঁর দলবল। তার পর নিজের চালকলের কর্মীদের চাষি সাজিয়ে সেই ধান ন্যূনতম সহায়ক মূল্যে সরকারকে বিক্রি করত তারা। আনিসুর ও তাঁর দাদার ৪টি চালকলের হদিশ এখনও পর্যন্ত পেয়েছে ইডি।
তদন্তকারীরা জানিয়েছে, ধান বিক্রির ৬.৫ কোটি টাকা সরাসর♓ি ঢুকেছে আনিসুর 🍒ও আলিফের অ্যাউন্টে। ১৬ কোটি টাকা ঢুকেছে তাঁর সংস্থার কর্মীদের অ্যাকাউন্টে। যাদের চাষি সাজিয়ে সরকারকে ধান বিক্রি করেছিল ২ ভাই। এছাড়া এই ২ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ৩ সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ১ কোটি টাকা গিয়েছে।
আরও পড়ুন - বাড়ির সুইমিং পুল থেকে ভ্যানিশ কচ্ছপ, আবার জামালের দুয়ারে বনকর্মীদে🌸র হতাশা
শুক্রবার ২ অভিযুক্তকে জোকা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করায় ইডিౠ। এর পর ব্যাঙ্কশাল আদালতের বিশেষ আদালতে পেশ করা হয়েছে তাদের। আদালতে ধৃতদের হেফাজতে নিতে চাইবে তদন্তকারী সংস্থা।