দেশ জুড়ে জোর কদমে একের পর এক রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হচ্ছে। এর জন্য চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির ব্যস্ততা তুঙ্গেꦜ। এদিকে কলকাতা মেট্রোর কাজও জোর কদমে এগোচ্ছে। এই মেট্রো প্রকল্পের জন্যও রেক দেওয়ার কথা ছিল আইসিএফ-এর। তবে বন্দে ভারতের চাপ সামলে কলকাতা মেট্রোর কাজে হাত দিতে পারছে না চেন্নাইয়ের কারখানা। এই আবেহ𒈔 এবার চিন থেকে কলকাতা মেট্রোর রেক আনা হতে পারে বলে জানা গেল।
উল্লেখ্য, ডিসেম্বরেই চালু হচ্ছে জোকা-তারাতলা রুটের মেট্রো পরিষেবা। এদিকে শীঘ্রই গড়িয়া থেকে মেট্রো চলাচল শুরু হতে পারে। এই আবহে সময় মতো রেক সরবরহ করতে পারছে না আইসিএফ। জানা গিয়েছে, এই কারণেই চিনা সংস্থা ডালিয়ানের থেকে রেক আনাতে পারে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী, মেধা সিরিজের ১৮টি রেক চলে আসার পরে দ্বিতীয় পর্বে আরও ২২টি রেকের বরাত দেওয়া হয়েছিল আইসিএফ-কে। তবে বন্দে ভ♚ারতের চাপে সেই রেক তৈরি করে উঠতে পারছে না আইসিএফ।
এদিকে এর আগে চিনা সংস্থার কাছ থেকে ১৩টি রেক আসার কথা ছিল। তবে আইসিএফ ব্যস্ত হয়ে পড়ায় এবার আরও ২৪টি রেকের বরাত দেওয়া হয়েছে ডালিয়ানকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডালিয়ানের রেকগুলির পরীক্ষা সম্পন্ন হবে। রেলের উচ্চপদস্থ🐓 এক কর্তা জানান, ৫ ডিসেম্বরের মধ্যে রেক পরীক্ষার কাজ শেষ হবে। এরপর ‘রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন’ ছাড়পত্র দিলেই সেই রেকগুলি ব্যবহার করা হবে। এদিকে ১০ ডিসেম্বরের মধ্যেই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা চালু করার যাবতীয় প্🥃রস্তুতি সেরে ফেলা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।