কলকাতায় এখন ক্রিকেট বিশ্বকাপ জ্বরে কাঁপছে। বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ পড়েছে ইডেন গার্ডেন্সে। আর তা দেখতে উৎসুক জনগণ। এবার সেখানে জায়গা করে নিতে চাইল রাজ্য বিধানসভা। আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দেখার জন্য সিএবি–কে অনুরোধ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে তিনি নিজের জন্য টিকিট চাননি। তিনি পশ্🐎চিমবঙ্গ বিধানসভার সদস্যদের জন্য একটি করে কমপ্লিমেন্টারি টিকিটের দাবি জানিয়ে সিএবি–কে চিঠি দিলেন। সিএবি যদি এই অনুরোধ মেনে নেয় তাহলে সমস্ত বিধায়ক বিশ্বকাপের খেলা পরখ করতে পারবেন।
বিধানসভা সূত্রে খবর, আজ সোমবার দুর্গাপুজোর পর প্রথম দিন বিধানসভার সব বিভাগ খুলে যায়। আর দুপুরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর দফতরকে বিশ্বকাপ খেলা দেখার টিকিটের বিষয়ে একটি চিঠি লিখে পাঠানোর নির্দেশ দেন। সূত্রের খবর, সেই চিঠি তৈরি হয়ে আসে অধ্যক্ষের কাছে। তারপর চিঠিটি পাঠানো হয়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কাছে। আগামিকাল ৩১ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা আছে ইডেনে। তবে সেটা তত গুরুত্ব𝄹পূর্ণ নয়। তাই আগামী তিনটি ম্যাচে যাতে বিধায়করা অন্তত একটি করে কমপ্লিমেন্টারি টিকিট পান, সেটার অনুরোধ করা হয়েছে।
এদিকে বাংলাদেসশ–পাকিস্তানের ম্যাচ বাদ দিলে ইডেনে আরও তিনটি বিশ্বকাপের ম্যাচ হবে। ৫ তারিখ ভারত–দক্ষিণ আফ্রিকা। আর একটি সেমিফাইনাল হওয়ার কথা আছে ইডেনের মাঠে। ১১ নভেম্বর ইংল্যান্ড–পাকিস্তানের ম্যাচ হবে ইডেনে। তার পর ১৬ নভেম্বর বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের সূচিও রয়েছে এই স্টেডিয়ামেই। এখন দেখার🥀 বিষয় হল, স্পিকারের দফতরের পাঠানো চিঠির পর প্রতিক্রিয়া কেমন হয় সিএবি’র। সিএবি বিধায়কদের জন্য কমপ্লিমেন্টরি টিকিট পাঠালে সেটা একটা নজির হয়ে থাকবে।
আরও পড়ুন: দ্রুღত তথ্য কমিশনের শূন্যপদে নিয়োগ করুন🐟, কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ঠিক কী বলছেন স্পিকার? অন্যদিকে এই বিশ্বকাপের খেলা ইডেনে পড়ায় সবার উৎসাহই তুঙ্গে। আর সেখান থেকে বাদ যাননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে তিনি চান তাঁর সঙ্গে বিধানসভার সকল বিধায়ক ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ প্রত্যক্ষ করুন।🌠 তাই এমন অনুরোধ সিএবি–কে। এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘বিধানসভার প্রত্যেক সদস্যকে ক্রিকেট বিশ্বকাপের একটি করে টিকিট দেওয়া সম্ভব হলে সবাই মিলে খেলা দেখা যাবে। তাই বিষয়টি জানিয়ে আমি আমার দফতরকে সিএবিকে চিঠি লিখতে বলেছি।’