বছরভরই পালিত হচ্ছে নানা দিবস। এবার সেই দিবসের তালিকায় যুক্ত হবে নতুন পালক। 'খেলা হবে' দিবস।অনেকের কাছেই চমকে দেওয়ার মতোই কথা। তবে সূত্রের খবর, রাজ্য সরকার এই 'খেলা হবে' দিবস পালন করবে। তবে এর দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। এদিকে খেলা হবে দিবস পালনের উদ্যোগকে ঘিরে বিভিন্ন মহলে নানা চর্চা শুরু হয়েছে। কেউ কেউ কটাক্ষ করে বলছেন সেদিন দিদি একাদশ বনাম দাদা একাদশের ম্যাচ হবে। তবে নির্বাচনের আগে যে ‘খেলা হবে’ স্লোগানকে কেন্দ্র করে সাড়া পড়েছিল বাংলা জুড়ে, সেই খেলা হবে স্লোগানকে ঘিরে দিবস পালন উদ্যোগের কথা শুনেই সাড়া পড়ে গিয়েছেꦫ বিভিন্ন মহলে।
ওয়াকিবহাল মহলের মতে ২১শের নির্বাচনে এই ‘খেলা হবে’ স্লোগান একেবারে শিরায় শিরায় ছড়িয়ে দিয়েছিল লড়াইয়ের স্পৃহা। কোচবিহার থেকে কাকদ্বীপ ছড়িয়ে পড়েছিল এই স্লোগান। জেলায় জেলায় রীতিমতো ডিজে বাজিয়ে তৃণমূল কর্মীরা গলা মিলিয়েছিলেন এই গানের তালে। ভিনরাজ্যেও ভোটের ময়দানে এই ‘খেলা হবে’ স্লোগানকে ঘিরে গা ঘামাচ্ছেন অনেকেই। তবে সরকারিস্তরে এবার সেই ‘খেলা হবে’ স্লোগানকে কেন্দ্র করে দিবস পালন কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে। তবে শাসকদলের অন্দরমহল সূত্রে খবর, মূলত বা🦩ংলাজুড়ে উন্নয়নকে আরও তরাণ্বিত করার জন্য এই স্লোগানকেই হাতিয়ার করা চেষ্টা করা হচ্ছে। উন্নয়নের মাধ্যমে বিরোধীদের নানা কুৎসা🌳র জবাব দেওয়ার জন্য এই ‘খেলা হবে’ স্লোগান কার্যকরী হবে।|#+|