আজ সকাল থেকেই কলকাতা ও পারশ্ববর্তী অঞ্চলের আকাশের মুখ ভার। তবে ক্রিকেটপ্রেমীদের কিছুটা স্বস্তি দিয়ে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আজকে মোটের উপর শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। এর ফলে আজ ইডেনে ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজের তৃতীয় টি-২০ ম্যাচ বৃষ্টি বিঘ্নিত নাও হতে পারে। তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আজই নামতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আজ।আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর, মেঘ-রদ্দুরের লুকোচুরি খেলা চলতে পারে। কলকাতায় রবিবারে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং ১৭ ডিগ্রির আশেপাশেই থাকবে। এর আগে শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।এদিকে শীতের বিদায়ে বসন্তের আগমনের পথ আরও প্রসস্ত হচ্ছে। এই আবহে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দিনে রোদের তেজ বাড়ছে। এদিকে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও বৃষ্টির ভ্রূকুটি দূর হচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণের জেলাগুলিতে। এবার বৃষ্টি কাঁটায় শীত তার দীর্ঘায়িত ইনিংস খেলতে পারেনি। তবে স্লগ ওভারে শীত বেশ ঝোড়ো ইনিংস খেলে। তবে শীতের বিদায় মুহূর্তেও ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি পড়শি রাজ্যের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে উচ্চচাপের জেরে রাজ্যে ঢওকা জলীয় বাষ্পের কারণেই এই বৃষ্টি হতে পারে ফেব্রুয়ারির অন্তিম সপ্তাহে।