রাজ্যের শিল্প সম্মেলন BG𝓰BS 2022-তে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির উপস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, মোদী সরকারকে তো আদানি - আম্বানির সরকার বলে গালাগালি দিচ্ছিলেন। তাহলে এখন পায়ে পড়ছেন কেন?
এদিন দিলীপবাবুকে বলত🦂ে শোনা যায়, ‘আদানি - আম্বানি দিয়ে এতদিন মোদীকে গালাগালি দিচ্ছিলেন। আজকে তাঁর পায়ে পড়তে হল কেন? গৌতমবাবু গৌতমবাবু বলে খুব তেল মারছিলেন। বোধ হয় চাঁদা পাওয়া যাচ্ছিল না। উনি এলে হবে। এই ধরণের দ্বিচারিতা করে বেশিদিন চলতে পারে না’।
বলে রাখি, কেন্দ্র বিরোধী আন্দোলনে নেমে মোদী সরকারকে আদানি - আম্বানির সরকার বলে কটাক্ষ করেছেন তৃণমূলের তাবড় নেতামন্ত্রী। এর আ☂গে বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে দেখা গিয়েছিল রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানিকে। এবার দেখা গেল আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে।
সম্মেলনের প্রথম দিন রাজ্যে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছেন গৌতম আদানি। এর ফলে রাজ্যে ২৫,০০০ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি। বন্দর ও লজিস্টিক শিল্পে তাদের বিনিয়োগের পরিকল♈্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এদিনের সম্মেলনের মধ্যমণি ছিলেন তিনিই। এদিন তাঁর ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি।