কলকাতা পুরনিগমে কাউন্সিলারদের শপথ গ্রহণ অনুষ্ঠানে গ🐠রহাজির বিজেপি ও কংগ্রেসের কাউন্সিলার। ছিলেন না মেয়র পারিষদে জায়গা না পাওয়া ꦰসদ্য নির্বাচিত এক কাউন্সিলারও। তবে শাসক দলের অনেক কাউন্সিলাররাই এদিন শপথবাক্য পাঠ করেন। গোটা অনুষ্ঠানে উপস্থিত থেকে সহকর্মীদের পাশে রইলেন ফিরহাদ হাকিম।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন না বিজেপির 🐭তিন নব নির্বাচিত কাউন্সিলার সজল ঘোষ, মীনাদেবী পুরহিত ও বিজয় ওঝা। পাশাপাশি কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলার সন্তোষ পাঠকও এদিন হাজির ছিলেন না। এদিন দুপুর ২ টোর পর কাউন্সিলারদের শপথ গ্রহণ শুরু হয়। নব নির্বাচিত কাউন্সিলাররা বাংলা ছাড়াও হিন্দি ও উর্দুতে শপথ নেন। কাউন্সিলারদের শপথবাক্য পাঠ করান পুর সচিব খলিল আহমেদ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সুমন🍌 সিং, শচীন কুমার সিং হিন্দিতে শপথ নেন। উর্দুতে শপথ নেন ইকবাল আহমেদ। এদিন সৌরভ বসু সহ তৃণমূলের অনেক তরুণ কাউন্সিলারও শপথবাক্য পাঠ করেন। অনেক নতুন কাউন্সিলারই ফিরহাদ হাকিমকে প্রণাম করে দায়িত্ব গ্রহণ করেন। তবে এদিন ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন না। তাঁর হাজির না থাকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, এবার ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় মেয়র পারিষদের দায়িত্ব পাননি।
জানা যাচ্ছে, আগাম꧅ী ২৭ ডিসেম্বর মেয়র ও মেয়র পারিষদরা শপথ নেবেন। শপথ গ্রহণের পরই পুরনিগমের কাজকর্ম কীভাবে পরিচালিত হবে, সেবিষয়ে রূপরেখা তৈরি করা হবে। নির্বাচনের আগে যে ইস্তাহার প্রকাশিত হয়েছিল, সেই ইস্তাহার অনুযায়ী পুরনিগমের কাজকর্ম পরিচালিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, মেয়র হিসাবে শপথ নেবেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হিসাবে শপথ নেবেন অতীন ঘোষ। এছাড়াও আরও ১২ জন কাউন্সিলার মেয়র পারিষদ হিসাবে শপথ নেবেন।