বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকালই একটি বিবৃতি প্রকাশ করে সিপিআইএম। সেই বিবৃতিতেই বামেরা বলে, বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতে যেভাবে 'হিন্দুত্ববাদীদের বর্বর এবং উস্কানিমূলক প্রচার' চলছে তা উদ্বেগজনক। এই আবহে এবার বামেদের বিবৃতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এই নিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করে তরুণজ্যোতি লেখেন, 'কি কিউট না... অনুগ্রহ করে বাংলাদেশ নিয়ে সিপিএমের এই বিবৃতি পড়ুন। সেখানে লেখা - বাংলাদেশে মৌলবাদী শক্তি... আর, ভারতে হিন্দুত্ববাদী শক্তি... তারা বাংলাদেশে মৌলবাদীদের নামও মুখে নিতে পারে না। ভাসুর হয় মনে হয় তাই নাম নেওয়া যাবে না... বামেরা তাদের আসল রং দেখাতে শুরু করেছে।' (আরও পড়ুন: বাং🥂লাদে♛শে তাদের বিরুদ্ধে ওঠে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, মুখ খুলল সেই সেনা)
আরও পড়ুন: জেলে ভরেই খান্ত হল না বাংলাদেশ🧜, চিন্ময় প্রভুর বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা
আরও পড়ুন: 'ভারতের কনস্যুলার ক্যাম্পগুলিকে নি🅘রাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে কানাডা'
এরপর তরুণজ্যোতি নিজের পোস্টে আরও লেখেন, 'বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের দ্বারা নির্যাতিত হচ্ছে। এবং হিন্দুরা সেই দেশে সংখ্যালঘু মর্যাদা পায় না। আর সেখানে ভারতে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘু মর্যাদার সুবিধা ভোগ করে। বামফ্রন্ট তাদের ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে না। তারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে। কিন্তু আসলে তারা ছদ্ম সেক্যুলার রুদালি। তারা শুধুই মুসলমানদের পক্ষে কথা বলে।' (আরও পড়ুন: মুখ্যমন🗹্ত্রী কে? অমিত শাহের সঙ্গে বৈঠকের পর বড় আপড🎀েট দিলেন একনাথ শিন্ডে)
আরও পড়ুন: ঘুষকাণ্ডে তোপ ব🉐িরোধীদের, এরই মাঝে কেরলের বাম সরকার নয়া চুক্তি করল আদানির সঙ্গে