রতুয়ায় একা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ‘দুর্যোধন ও দুঃশাসন’ বলে 🍒কটাক্ষের অভিযোগ ওঠে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বিরুদ্ধে। তারই প্রতিবাদের মঙ্গলবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে বিজেপি।
এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু 👍অধিকারী বলেন, ‘মানিকচকে বিধায়ক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন তাঁরা নাকি মহিলাদের বস্ত্রহরণ করেন। তাই 🔯আগামীকাল অগ্নিমিত্রা পাল-সহ সমস্ত মহিলা বিধায়করা নিন্দা প্রস্তাব আনবেন।’
রতুয়ার এক দলীয় সভায় সাবিত্রী মিত্র বলেন, ‘মমতাকে শূর্পণখা বললে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন ও দুঃশাসন বলব🌳’। তিনি আরও বলে স্বাধীনতা আন্দোলনে কোনও ভূমিকা নেই গুজরাতের।
তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় গেরুয়া শিবির। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও মন্তব্যের বিরোধিতা করে সাবিত্রী মিত্রর বরখাস্ত দাবি করেন। তিনি বলেন, ‘কোন সাহসে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ এই সব কথা বলেন। ওঁর শাস্তি চাই। এই মন্তব্যের জন্য ওঁকে ক্ষমা চাইতে হবে।’ মানিকচেক তৃণমূল 🦹বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের হবে বলে তিনি জানিয়েছে।
কিছুদিনে আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মকে কুমন্তব্য করে বিতর্কে জড়ান কারামন্ত্রী অখিল গিরি। তখনও প্রতিবাদে সুর চড়িয়ে ছꦗিল গেরুয়া শিবির। তাঁরা বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। অখিলের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সাবিত্রী মিত্রের মন্তব্যকে নিয়ে ফের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।