কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে এবার তেড়েফুঁড়ে নামল বিজেপি। দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। বিজেপির একটাই দাবি, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করতে হবে। মুকুল রায় এখন বিজেপিতেই আছেন বলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ খারিজ করেননি।মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেও বিশেষ লাভ হয়নি। বরং কলকাতা হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল দেশের সর্বোচ্চ আদালত থেকে। আর আজ, সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি করা হয়। এই মামলাটি যখন সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওই মামলা প্রত্যাখ্যান করা হয়। পরিবর্তে জানিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা স্পিকারের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যদি মামলা করতে হয়, তাহলে কলকাতা হাইকোর্টে ওই মামলা করা যেতে পারে। সুপ্রিম কোর্টের সেই পরামর্শ মেনেই সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি শেষ করতে হবে এক মাসের মধ্যে।এই মামলা নিয়ে মুকুল রায়ের আইনজীবীরা বিধানসভার স্পিকারকে জানিয়েছিলেন, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক এখনও বিজেপিতেই আছেন। আর স্পিকার জানিয়ে দেন, ‘দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে আবেদন করা হয়েছিল, তার পক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি। তাই আবেদন খারিজ করা হচ্ছে। উক্ত বিধায়ক এখনও বিজেপিতেই আছেন।’