এক শিক্ষিকাকে অবিলম𝓀্বে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আসলে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ওই শিক্ষিকা। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। সেই অবস্থার মধ্যেও প্রতিদিন স্কুলে যাতায়াতের জন্য প্রচুর রাস্তা অতিক্রম করতে হয তাঁকে। এই অবস্থায় মানবিক দিক থেকে কলকাতা হাইকোর্ট পম্পা দাস রজব নামে ওই শিক্ষিকাকে তাঁর বাড়ির কাছাকাছি স্কুলে ✨বদলির নির্দেশ দিয়েছে।
আরও পড়ুনঃ শিক্ষꦇকদের আপাতত দূরে ব🌠দলি নয়, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
মামলার বয়ান অনুযায়ী, বেশ কয়েক বছর হল ক্যানসারে আক্রান্ত হয়েছেন পম্পা। বর্তমানে তাঁর কেমোথেরাপ🥀ি চলছে। তিনি বাঁকুড়ার বাসিন্দা তিনি। অথচ পম্পা পুরুলিয়ার ভাঙাবাঁধ হাইস্কুলের শিক্ষিকা। বাড়ি থেকে তাঁর স্কুলের দূরত্ব ৬২ কিলোমিটার। এই অবস্থায় অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে প্রতিদিন ১২৪ কিলোমিটার রাস্তা যাতায়াত করতে হয়। নিজের অসুস্থতার কথা জানিয়ে এর আগে ওই শিক্ষিকা স্কুল ♈সার্ভিস কমিশনের কাছে বদলির জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু, তাঁর আবেদনে সাড়া দেয়নি এসএসসি। তাই শেষপর্যন্ত বদলি চেয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
জান🐟া গিয়েছে, গত কয়েক বছর ধরে তাঁর ক্যানসারের 🅘চিকিৎসা চলছে। এরজন্য কেমোথেরাপি নিতে হচ্ছে শিক্ষিকাকে। এই অবস্থায় নিজের জেলায় বাড়ির কাছাকাছি কোনও স্কুলে বদলি চেয়ে কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন শিক্ষিকা।