কলকাতায় গাড়ির গতি মাপার যন্ত্র থাকলেও পার্শ্ববর্তী বিধাননগর কমিশনারেটে এখনও বসেনি গাড়ির গতি মাপার যন্ত্র। অথচ সেখানে প্রায়ই বেপরোয়া গাড়ির গতির বলি হচ্ছে বহু মানুষ। সম্প্রতি এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে নিউ টাউন-সহ বিধাননগর কমিশনারেটের একাধিক এলাকায়। ক্যামেরার খরচ বহন করতে না পারায় সেখানে এতদিন তা বসাতে পারিনি বিধাননগর কমিশনারেটের পুলিশ। এবার বিশ্ব বাংলা সরণিতে গাড়ির গতি মাপার যন্ত্র বসাতে🉐 উদ্যোগী হয়েছে নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথোরিটি (এনকেডিএ)। বিধাননগর কমিশনারেটের সঙ্গে যৌথভাবে এই ক্যামেরা বসানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:বেপরোয়া গতিতে ডাম্পারে সজ😼োরে ধাক্কা গাড়ির, শহরের বুকে চারজনের মৃত্যু
এনকেডিএ সূত্রের খবর, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই সমস্ত ক্যামেরা বসানো হবে। সেগুলি বসানো হবে বিশ্ব বাংলা সরণি থেকে অ্যাকশন এরিয়া ৩–এর মধ্যে। সেক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হলে পুরোদমে বিধাননগর কমিশনারেটের সব জায়গাতেই ক্যামেরা বসানো হবে। যদিও কবে থেকে এই ক্যামেরা বসানো হবে সে বিষয়ে নির্দিষ্টভাবে জানাতে পারিনি এনকেডিএ অথবা পুলিশ। এনকেডিএর এক আধিকারিক জানিয়েছেন, প্রথমে পরীক্ষামূলকভাবে ক্🐬যামেরাগুলি বসানো হবে। সফল হলে সব জায়গাতে ক্যামেরা চালু করা হবে।
প্রসঙ্গত, বিশ্ব বাংলা সরণিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সপ্তাহখানেক আগে সেখানে পথ দুর্ঘটনায় গুরু🐼তর আহত হয়েছিলেন বাইক আরোহী সহ তিনজন। অভিযোগ উঠেছিল তিনটি গাড়ি নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল। তার জন্য এই দুর্ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে ছটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। পুলিশ জানিয়েছে, মূলত সকালের দিকে এবং রাতের দিকে রাস্তা ফাঁকা পাওয়ায় কম বয়সি যুবক যুবতীরা নিজেদের মধ্যে গাড়ি নিয়ে রেস করে থাকে। এছাড়াও, গত ডিসেম্বরে নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে গতির বলি হয়েছিলেন এক ছাত্র। তাছাড়া, পেঁচার মোড়ের কাছে শুটিং চলার সময় একটি বাইক ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটেছিল। শুধু এই সমস্ত ঘটনায় নয়, এছাড়া বহু দুর্ঘটনা প্রায়ই সেখানে ঘটে থাকে। পাশাপাশি বিধাননগর কমিশনারেটের অন্য এলাকাগুলিতেও প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
অন্যদিকে, সল্টলেকেও বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনা নতুন কিছু নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার রাস্তায়🤡💃 গাড়ির গতি মাপার যন্ত্র থাকায় সেখানে চালকরা নির্দিষ্ট গতিতে গাড়ি চালালেও বিধাননগর কমিশনারেটে ঢোকার পরে অনেকে গাড়ির গতি বাড়িয়ে দেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গাড়ির প্রতি মাপার যন্ত্রের দাম বেশি হওয়ায় তা বসানো সম্ভব হয়নি। এনকেডিএর উদ্যোগে পরীক্ষামূলকভাবে ক্যামেরা বসানো হচ্ছে। সফল হলে সমস্ত কমিশনারেট এলাকাতেই এই যন্ত্র বসানো হবে।