ফের গুন্ডামির অভিযোগে অভিযুক্ত রাজ্যের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ খান। কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সির ফৈয়াজের বিরুদ্ধে বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে মারধর ও বাড়িছাড়া করার অভিযোগ রয়েছে। অভিযোগ দায়েরের পর থেকে বাড়ি ফিরতে পারছেন না ওই ব্যক্তি।তপসিয়ার বাসিন্দা শেখ সাবির নামে ওই ব্যক্তির অভিযোগ, নিজের ক্ষমতা ব্যবহার করে ৭ কাঠা জমিতে অবৈধ নির্মাণ করেছেন জাভেদ খানের ছেলে। তার প্রতিবাদ করায় তাঁকে তুলে নিয়ে মারধর করে ফৈয়াজ খানের পোষা গুন্ডারা। এর পর আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালতে মামলা করায় গত প্রায় ১ সপ্তাহ ধরে বাড়ি ফিরতে পারছেন না শেখ সাবিরের পরিবারের পুরুষ সদস্যরা। এর পর আদালতে মামলার শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করেন সাবিরের আইনজীবী ফিরদৌস শামিম। সেই আবেদনের ভিত্তিতে বুধবার মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি শম্পা সরকার।এব্যাপারে ফৈয়াজ খানের দাবি, ‘ব্যক্তিগত শত্রুতা থেকে তাঁকে হয়রান করতে এই মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।’গত পৌরসভা নির্বাচনে কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ড থেকে প্রায় ৬০ হাজার ভোটে জিতে রেকর্ড করেছিলেন ফৈয়াজ খান। তার পরই প্রশ্ন উঠেছিল, ভোট কি আদৌ হয়েছে সেখানে?