সন্মার্গ চিটফান্ড সংস্থার তদন্তে নেমে আগেই গ্রেফতার করা হয় হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে।𒊎 চিটফান্ড মামলায় নজরে রয়েছে বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী এবং তাঁর ভাই তথা কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। এই সবের মাঝেই সকাল সকাল চিটফান্ড মামলায় কলকাতায় তল্লাশি সিবিআই-এর। জানা গিয়েছে, চিটফান্ড মামলায় গতকাল বিরাটি থেকে ৪ জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নয়া তথ্য সামনে এসেছে। তবে আজকের এই তল্লাশি অভিযানের সঙ্গে রাজু সাহানির মামলার সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
সিবিআই সূত্রে খবর, বিরাটি থেকে ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে নয়া তথ্য মিলেছে। সেই তথ্যের ভিত্তিতেই আজ দক্ষিণ কলকাতার একটি আবাসনে তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ২৫৫ নং যোধপুর পার্কের দ্বিতীয় তলায় এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা৷ অন্যদিকে, গণেশ চ🤡ন্দ্র অ্যাভিনিউতেও তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই।
জানা যায়, সকাল সকাল তিনটি গাড়িতে করে সিবিআই তদন্তকারীরা তল্লাশি অভিযানে বের হন। এর মধ্যে একটি গাড়ি পৌঁছায় যোধপুর পার্কের এই বহুতলের সামনে। জানা গিয়েছে, ফ্ল্যাটের মালিক সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাড়িতেই ছিলেন। তাঁর এবং তাঁর পরিবারের লোকের সঙ্গে তদন্তকারীরা কথা বলছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন মা🌸মলার যোগে এই তল্লাশি অভিযান, সেই নিয়ে মুখে কুলুপ এঁ🌼টেছেন তদন্তকারীরা। যা নিয়ে বাড়ছে ধোঁয়াশা এবং জল্পনা।