গতকাল সকাল ১০টা নাগাদ বোলপুরের বাড়ি থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। গতকালই গভীর রাতেই সিবিআই তাঁকে নিয়ে আসে নিজাম প্যালেসে। রাতে পনেরো তলায় ডিউটি অফিসারের ঘরে বিশ্রামের জন্য তাঁকে ক্যাম্প খাট দেওয়া হয়। সারারাত সেখানেই ꦡশুয়ে ছিলেন বীরভূমের এই তৃণমূল নেতা। যেহেতু অনুব্রতর ডায়াবেটিস রয়েছে তাই তাঁকে সে মতো খাবার দিয়েছে সিবিআই।
সূত💎্রের খবর, সিবিআই অনুব্রতর 𒉰স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখছে। সকালে তাঁকে চা-বিস্কুট খেতে দেওয়া হয়েছে। ডায়াবেটিস, শ্বাসকষ্টের মতো তাঁর শরীরে একাধিক সমস্যা রয়েছে। সে কথা অবশ্য অজানা নয় সিবিআই আধিকারিকদের। এই সমস্ত রোগের জন্য বাড়িতে অনুব্রত বাড়িতে যে যে ওষুধ খান সেই ওষুধগুলির ব্যবস্থা রেখেছে সিবিআই। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল নিয়মিত ওষুধ খাচ্ছেন কিনা সেদিকেও সিবিআই আধিকারিকরা নজর🐲 রাখছেন।