আমফানের স্মৃতি এখনও তাজা। আবহাওয়া দফতরের পূর্বাভাসে আগামী তিন দিন দুর্যোগের আশঙ্কার সতর্কতা থাকায় বিদ্যুৎ বিপর্যয়ের আগাম সতর্কবার্তা জারি করল সিইএসসি।বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির জেরে কলকাতা-সহ সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নাগাড়ে তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস করেছে আবহাওয়া দফতর। সেই কারণে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে গ্রাহকদের উদ্দেশে বার্তা দিয়েছে সিইএসসি।এই তিন দিনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে সহায়তা পেতে বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে সিইএসসি। বিদ্যুৎজনিত সমস্যার সমাধানে সংস্থার সাহায্য পেতে হলে ডায়াল করতে হবে হেল্পলাইন নম্বর ১৯১২-তে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় আমফানের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। কলকাতায় গাছ উপড়ে এবং তার ছিঁড়ে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় মহানগরীর বেশ কিছু অঞ্চলে। সেই সময় তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে পড়ে সিইএসসি। এবার তাই আগে থাকতেই গ্রাহকদের এই বিষয়ে সাবধান করে সাহায্যের আশ্বাস দিল সঞ্জীব গোয়েঙ্কতার সংস্থা।