যে কোনও উত্সবেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে ভোলেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রঙের উত্সব দোলপূর্ণিমা, এই বিশেষ দিনটিতেও বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রঙের উত্সব সবার জীবনে আর্শীবাদ হয়ে আসুক প্রার্থনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি নিজের টুইটে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মমতা। সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারত, তাই এদেশে ধর্ম আলাদা হলেও উত্সবটা সব ধর্মের মানুষের জন্য, বরাবরই এই বার্তা দিয়ে আসেন মমতা। এদিনও তিনি লেখেন, 'বাংলার বৈশিষ্টই হল যে আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার'। দোলপূর্ণিমার পাশাপাশি দেশবাসীকে এদিন হোলিকা দহনের শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ বছর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রঙের উত্সবে শামিল হবেন কিনা সে ব্যাপারে যদিও কিছুই জানাননি। গত বছর পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি তাঁর শ্রদ্ধা জানাতে দোলের উত্সবে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়।