বাংলাদেশের সাংসদ আনোয়ারউল আজিম আনার খুনে পলাতক ৪ অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিশ💜 জারি করল পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি। মঙ্গলবারও সিআইডির সঙ্গে তদন্ত চালান বাংলাদেশ পুলিশের আধিকারিকরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ বলেন, তদন্ত চলবে। তবে এই অপরাধীদের সাজা𒈔 দিতে বেশি বেগ পেতে হবে না।
আরও পড়ুন: শাহজাহানের বিরুদ্ধে আজ চার্জশিট জমা পড়ল আদালতে, দুর্নীতির অভ🥀িযোগ ইডির
পড়তে থাকুন: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রয়🐽োজনীয় পদক্ষেপ নিতে ৮ সপ্তাহ সময় দিল হাইকোর্ট
সিআইডি সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত আখরাউজ্জামান ছাড়াও সিয়াম, মুস্তাফিজুর রহমান ও ফয়জলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে। দেশের যে কোনও বন্দর বা বিমানবন্দরে দেখা ༒গেলেই এদের আটক করতে নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা।
এরই ম⛦ধ্যে মঙ্গলবারও আনোয়ারউল আজিম খুনের তদন্তে নামেন বাংলাদেশের গোয়েন্দারা। নিউ টাউনের অ্যাক্সিস মলে একাধিক বিপণিতে যান তাﷺঁরা। খুনের আগে বেশ কিছুদিন নিউ টাউনের একটি হোটেলে ছিলেন খুনিরা। সেখান থেকে ওই শপিং মলে গিয়ে বিভিন্ন জিনিস কিনেছিল তারা। শপিং মল থেকে তারা কী কী কিনেছিল তা জানার চেষ্টা করছেন বাংলাদেশের গোয়েন্দারা। এদিন প্রায় ১ ঘণ্টা শপিং মলে ছিলেন তাঁরা।
এদিন ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ বলেন, ‘তদন্ত ঠিক পথে এগোচ্ছে। আমরা এখনও দেহাংশ উদ্ধারের ব্যাপারে আশাবাদী। সিআইডিকে আমরা হাতিশালা কাঠের ব্রিজ লাগোয়া এলাকায় তল্লাশি চালানোর জন্য অনুর꧒োধ করেছি। আমাদের হাতে ইতিমধ্যে যা তথ্যপ্রমাণ রয়েছে তাতে এই অপরাধীদের সাজা দিতে বেগ পেতে হবে না।’
আরও পড়ুন: এবার রাজꦓপথ🌸ে ‘মৃত্যুঘণ্টা’ বাজালেন মমতা, নেপথ্যে সেই পরেশ পাল, BJP-র প্রশ্ন কার?
গত ১২ মে ঢাকা থেকে কলকাতায় আসেন বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের আওয়ামি লিগ সাংসদ আনোয়ারউল আজিম। ১৩ মে নিউ টাউনের আবাসনে খুন হন তিনি। দেহ লোপাট করার জন্য আগে থেকেই সেখানে হাজির ছিল এক কসাই। সে নিহত সাংসদের দেহের হাড় - মাংস আলাদা করে। চার টুকরো করা হয় খুলি। এর পর দেহাংশ ট্রলি ব্যাগে ভরে কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায় জলাশয়ে ফেলে দেওয়া হয়। ওই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। ১ জনকে গ্রেফতার করে🌠ছে রাজ্য পুলিশের সিআইডি। জানা গিয়েছে সীমান্তে সোনা পাচারের অন্যতম কিং পিন ছিলেন এই আনার। তাঁকে খুন করিয়েছে তাঁরই বাল্যবন্ধ আখতাউজ্জামান।