দু’দিন আগে শুক্র💞বার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল কসবার রাজডাঙা এলাকা। সিন্ডিকেটের দখল নিয়ে ১০৮ ন𓂃ম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের সাঙ্গপাঙ্গদের সঙ্গে মন্ত্রী জাভেদ খানের দলবলের সংঘাতে উত্তপ্ত হয়ে উঠে কসবা এলাকা। সূত্রের খবর, কসবা কাণ্ড নিয়ে আজ, সোমবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী তথা কসবার বিধায়ক জাভেদ খানকে কড়া প্রশ্নের মুখে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, আজ মন্ত্রিসভার বৈঠকে জাভেদ খানের উদ্দেশে নুখ্যমন্ত্রী বলেন, ‘তোমার এলাকায় রোজ এত গণ্ডগোল হয় কেন? এলাকা দেখে রাখতে পারো না?’ তখন মুখ্যমন্ত্রীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন জাভেদ খান। আর মুখ্যমন্ত্রী ধমক দিয়ে বলেন, ‘কোনও কথা শুনব না। রেগুলার তোমার এলাকা নিয়ে খবর হয়। নিজেরা বসে সব মিটিয়ে নেবে। আর যেন কসবা থেকে গণ্ডগোল না ♈শুনি।’
উল্লেখ্য, শুক্রবার রাতে কসবা এলাকায় তৃণমূল কংগ্🗹রেসের ব্যাপক জমায়েত ছিল। বিরুদ্ধ গোষ্ঠীরও জমায়েত ছিল চোখে পড়ার মতো। তারপরেই রাতেꦚ দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। কসবার এই এলাকা কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ড। এখানের কাউন্সিলর ছিলেন সুশান্ত। গত নির্বাচনে ১০৭ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় সুশান্ত ১০৮ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর ১০৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হন সুশান্ত ঘনিষ্ঠ লিপিকা মান্না। এখানেই দুই গোষ্ঠীর বিবাদ🌞 রয়েছে।