রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। কয়েক মাস থমকে পর আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা। এমনটাই বলছে রাজ্যের স্বাস্থ্য বুলেটিন। তিন মাস পর ফের করোনার দৈনিক সংক্রমণ ১০০ ছড়াল। শনিবারের হেলথ বুলেটিন অনুযায়ী, রাজ্যে এ🍌কদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। তাহলে কি করোনার চতুর্থ ঢেউয়ের মুখোমুখি গোটা দেশ? এমনই প্রশ্ন এখন মাথাচাড়া দিয়ে উঠেছে।
গত শুক্রবার রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০৭ জন। শনিবার নতুন করে ১৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এর আগে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ১০০ এর গণ্ডি পেরিয়ে ছিল গত ১১ মার্চ। ওইদিন ২৪ করোনা আক্রান্ত হয়েছিলেন ১০৬ জন। মাঝখানে এপ্রিল-মে মাসে করোনা সেভাবে বাড়েনি। গত ১৬ এপ্রিল করোনা সংক্রমণ সবচেয়ে কম ছিল। ওইদিন ১৩ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তার জন্য সাধারণ মানুষের সচেতনতার অভাবকে দায়ী করেছেন এমআর বাঙ্গুর হাসপাতালের সুপার শিশির নস্ꦑকর। তিনি বলেন, ‘আমাদের এখনও বলা হয়নি যে করোনা চলে গিয়েছে। তার পরেও আমরা সচেতন হচ্ছি না। তাই করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য আমরাই দায়ী।’ তবে করোনার স্ট্রেনে বদল হচ্ছে কিনা তা পরীক্ষা করা ছাড়া জানা সম্ভব নয় বলে জানিয়েছেন ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী। তিনি মনে করেন, এই করোনা প্রাণঘাতী নয়।