কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিন ছিল মঙ্গলবার। অধিবেশনে বক্তব্য রাখছিলেন এক কাউন্সিলর। সেই সময় মোবাইলে তারস্বরে কথা বলে দেখা যায় অন্য এক কাউন্সিলরকে। ক্ষুব্ধ চেয়ারপার্সন মালা রায় ওই কাউন্সিলরের মোবাইল কেড়ে নিতে নির্দেশ দেন।
বাজেট অধিবেশনেরꦏ শেষ দিনে বক্তব্য রাখছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত। দিল্লি, মুম্বই তুলনায় কত ভালো আছেন কলকাতার নাগরিকরা তা বোঝাচ্ছিলেন। সেই সময় দেখা যায় বক্তব্যে মন না দিয়ে ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডলি বসুকে দেখা যায় মোবাইলে তারস্বরে কথা বলতে। তক্ষুনি চেয়ারপার্সন মালা রায় অনিন্দ্য রাউতকে থামতে নির্দেশ দেন। পুরসভার এক কর্মীকে জলি বসুর মোবাইল কেড়ে নিতে বলেন। ওই কর্মী মোবাইলও আনতে যান। হেসে ফেলে মোবাইল দিতে চাননি কাউন্সিলর। তার পরেও থামেনি কাউন্সিলরদের মোবাইল ঘাটাঘাটি।
ক্ষুদ্ধ চেয়ারপার্সন যা বললেন
অধিবেশনে মন না দিয়ে কাউন্সিলরদের এই মোবাইল ঘাটাঘাটিতে বেজায় ক্ষুব্ধ চেয়ারপার্সন মালা রায়। তিনি বলেন, ' জরুরি কথা হতেই পারে তবে তা বাইরে গিয়ে বলবেন। অধিবেশনে কাউন্সিলর, মেয়র পারিষদরা বক্তব্য রাখছেন আর অন্যরা মোবাইল ঘাไঁটছেন। ' নিয়ম অনুযায়ী মোবাইল নিয়ে অধিবেশনে এলেও তা সাইলেন্ট করে রাখতে হয়। কিন্তু প্রতি অধিবেশনেই দেখা যায় কাউন্সিলররা মোবাইল ঘাঁটছেন। ক্ষুব্ধ চেয়ারপার্সন আরও বলেন,'যাঁরা এখানে বলেন তাঁরা পড়াশুনো করে আসেন। মন দিয়ে যদি সেই বক্তব্য আপনারা না শোনেন তবে কেন আসেন?'